X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জঙ্গি আস্তানা থেকে থেমে থেমে গুলি-গ্রেনেডের শব্দ

চট্টগ্রাম ব্যুরো
১৬ মার্চ ২০১৭, ০২:০৮আপডেট : ১৬ মার্চ ২০১৭, ০৪:৩৪

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা সাধন কুটির থেকে আটক দম্পতি চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলায় আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা অবরুদ্ধ জঙ্গি আস্তানা থেকে থেমে থেমে গুলির শব্দ আসছে। বুধবার দিবাগত রাত পৌনের দুইটার দিকেও ‘ছায়ানীড়’ নামক দোতলা বাড়ি থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ ভেসে আসতে শোনা গেছে। বাড়িটি  বুধবার (১৫ মার্চ) দুপুর ৩টা থেকে ওই বাড়িটি আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে। পুলিশ জানিয়েছে অবরুদ্ধ হয়ে পড়া তিন জঙ্গি জেএমবির সদস্য। ঘটনাস্থলে র‌্যাব-পুলিশের পাশাপাশি সিএমপির সোয়াত টিম ও বোম্ব ডিসপোজাল ইউনিট উপস্থিত রয়েছে। ঢাকা থেকে রওনা দেওয়া সোয়াত টিমের কয়েকজনও রাত পৌনে একটার দিকে পৌঁছেছেন।

পুলিশ জানিয়েছে, রাত সোয়া আটটার দিকে জঙ্গিরা হ্যান্ড গ্রেনেড চার্জ করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয় হ্যান্ড মাইকে। তবে পুলিশ চূড়ান্ত অভিযানে যায়নি। শুধু বাড়িটি ঘিরে রাখে। চট্টগ্রাম পুলিশের ডিআইজি জানিয়েছেন, ঢাকা থেকে সোয়াত টিমের সদস্যরা পৌঁছলে অভিযানের সিদ্ধান্ত হবে।

ছায়ানীড় বাড়ি থেকে কিছুক্ষণ পর পর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নূরে আলম মিনা। চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানিয়েছেন,  জঙ্গি আস্তানা থেকে কিছুক্ষণ পর পর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগেও ‍গোলাগুলি ও গ্রেনেড চার্জ হয়েছে।   

পুলিশ সুপার জানান, জঙ্গিদের কাছে হ্যান্ড গ্রেনেড রয়েছে। ভারি অস্ত্রের মধ্যে এসএনজিও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

জঙ্গি আস্তানা থেকে দেড়শ গজ দূরে অবস্থানরত বাংলা ট্রিবিউনের চট্টগ্রাম প্রতিনিধি রাত পৌনে দুইটার দিকে জানিয়েছেন, তখনও থেমে থেমে ছায়ানীড় বাড়ি থেকে গুলির শব্দ আসছিল। গুলির শব্দে স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। পুলিশ আশপাশের সবগুলো বাড়ির বাতি নিভিয়ে দিয়েছে এবং পুরো এলাকাটি একেবারে সিল করে দিয়েছে।

এর আগে রাত ১২ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সড়ক পথে রওনা দেওয়া সোয়াতের কয়েকজন সদস্য তিনটি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশের দুটি ভ্যান ও একটি মাইক্রোতে করে তারা সেখানে পৌঁছান।

রাত ৯টার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানিয়েছিলেন, পুলিশ ঢাকা থেকে সোয়াত টিমের অপেক্ষায় আছে। সোয়াত টিম পৌঁছানোর পর সমন্বিত অভিযান পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর-

/এএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে