X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে আটক নারীর কোমরে ছিল আত্মঘাতী ভেস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ২৩:৩১আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২৩:৩৫

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে আটক এক দম্পতি চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে আটক নারীর কোমরে বাঁধা আত্মঘাতী ভেস্ট উদ্ধার করেছে পুলিশ।ওই আস্তানায় আরও বিস্ফোরক রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম ডিস্পোজাল টিম।

বুধবার দুপুর ৩টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে জঙ্গিরা। গ্রেনেডের স্প্লিন্টারে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল আহত হয়েছেন। বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদৌলা রেজা।

তিনি বলেন, ‘প্রেমতলা এলাকায় জঙ্গি আস্তানাটি ঘিরে অভিযান চলছে। একটি বাড়ি থেকে এক দম্পতিকে আটক এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত দম্পতির নাম তাৎক্ষণিকভাবে পুলিশ জানিয়েছে, জসিম উদ্দিন ও আরজিনা। তাদের সঙ্গে তিন মাস বয়সী একটি শিশুও আছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (অপারেশন) মাহবুব মিল্কি জানান, এই বাড়ি থেকে অস্ত্র, গুলি, গানপাউডারসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

সিএমপির বোম ডিস্পোজাল টিমের কর্মকর্তারা জানান, ওই নারী তার কোমরে একটি ভেস্ট বেঁধে রেখেছিল। বাড়িওয়ালার সঙ্গে তার ধস্তাধস্তি হয়। তবে ওই নারী কোনও বিস্ফোরণ ঘটাতে পারেনি।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, ‘জঙ্গি আস্তানা থেকে ইতোমধ্যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

বাড়িওয়ালা সুভাষ চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার সঙ্গে ওই নারীর ধস্তাধস্তি হয়েছে। এসময় তার কোমরে ভেস্ট ছিল। আমার স্ত্রী তার হাত ধরে ফেলে।সে তখন তার হাতেও কামড় দেয়।আমার স্ত্রী তার হাত ধরে ফেলায় সে বিস্ফোরণ ঘটাতে পারেনি।’

অপরদিকে, এই দম্পতি কাপড়ের ব্যবসার কথা বলে বাসা ভাড়া নিয়েছিল বলেও জানান বাড়িওয়ালা।

এদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছে কাউন্টার টেরোরিজম  ইউনিটের সোয়াত টিম। এ খবর নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম  ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের ডিসি প্রলয় কুমার জোয়ার্দার। তিনি জানান,  চট্টগ্রামে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘আমাদের টিম অলরেডি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। তারা গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

/এআরআর/  এপিএইচ/

আরও পড়ুন:
 ‘সীতাকুণ্ডের প্রেমতলায় অবরুদ্ধ তিন জঙ্গি জেএমবি সদস্য’

সীতাকুণ্ডে আরও এক ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, দম্পতি আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার