X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

ময়নাতদন্ত প্রতিবেদন চ্যালেঞ্জ করেছেন রাউধার বাবা, মামলার প্রস্তুতি

রাজশাহী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ২০:৪২আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২৩:২৯

  রাউধা আথিফ

ময়নাতদন্তের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে মামলা করার প্রস্তুতি নিয়েছেন রাউধা আথিফের বাবা মোহাম্মাদ আথিফ। বৃহস্পতিবার দুপুরে প্রায় সাড়ে তিনঘণ্টা ইসলামী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ, ময়নাতদন্তের মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলে সন্তোষজনক জবাব না পেয়ে মামলা করার কথা বলেছেন তিনি। এই সময় রাউধা আথিফের ভাই হাসান আথিফও তার বাবার সঙ্গে ছিলেন।

রাজশাহী ইসলামী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাত শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের রাউধা আথিফের বাবা মোহাম্মাদ আথিফ বলেছেন, আমি কতগুলো প্রশ্ন নিয়ে তাদের কাছে গিয়েছিলাম। কিন্তু তারা সন্তোষজনক প্রশ্নের জবাবে দিতে পারেনি। তাই আগেও বলেছি এখনও বলছি এ মৃত্যুর পেছনে রহস্য আছে।

তিনি আরও  বলেন, মৃত্যুর আগের রাত ১১টার দিকে তার সঙ্গে কথা হয়েছে। সে স্বাভাবিক ছিল। কিন্তু সকালে তার লাশ পাওয়া গেল। কিভাবে দরজা না ভেঙে লাশ উদ্ধার করা হলো। এছাড়াও পুলিশ পৌঁছার আগেই কর্তৃপক্ষ লাশ নামায় বলে তারা জানায়। কিন্তু সিলিং ফ্যানের সঙ্গে একজন মানুষ ঝুলে থাকার কোনও আলমত দেখা যায়নি। সে ঝুলন্ত থাকলে তার গলায় একটি দাগ থাকতো। কিন্তু তার গলায় হাতের আঙুলের কয়েকটি ছাপ ছিল। আদৌ রাউধা ফ্যানের সঙ্গে ঝুলে ছিল কিনা এ নিয়েও সন্দেহ রয়েছে। তাই ময়নাদন্তের রিপোর্ট চ্যালেঞ্জ করে মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে মামলা করতে চাই। এজন্য সিদ্ধান্তও প্রায় নিয়ে ফেলেছি। প্রস্তুতি শেষে রাজশাহীতেই মামলা করবো।

মোহাম্মাদ আথিফ বলেন, বাবা হিসেবে নয়, চিকিৎসক হিসেবে তিনি তার মেয়ের মরদেহ দেখেছেন। আর তিনিও ফরেনসিক মেডিসিন পড়েছেন। রাউধার মরদেহ দেখে তার মনে হয়নি যে, সে আত্মহত্যা করেছে। এছাড়া রাজশাহীতে আসার পর ক্যাম্পাসে গিয়ে নিজের মতো করে খোঁজ-খবর নিয়েছি। সেখান থেকে মনে এমন অনেক প্রশ্ন জেগেছে যার উত্তর পাওয়া জরুরি হয়ে পড়েছে।

এদিকে ইসলামী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলাদা করে কথা বলেছেন মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তা সিনিয়র এএসপি মোহাম্মদ রিয়াজ ও সিনিয়র ইন্সপেক্টর আলী আহমেদ। তারা সোমবার (৩ এপ্রিল)থেকে রাজশাহীতে অবস্থান করছেন।

উল্লেখ, ১৯৯৬ সালে ১৮ মে জন্ম মালদ্বীপের মেয়ে রাউধা আথিফের। গত বুধবার (২৯ মার্চ) দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছিল সিলিং ফ্যানের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে রাউধা আত্মহত্যা করে। তবে পুলিশ পৌঁছার আগেই তার সহপাঠিরা ঝুলন্ত রাউধার লাশ নামিয়ে ফেলেছিল। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাউধার লাশ দেখতে রাজশাহীতে আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (৩১ মার্চ) মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়।রাউধা আত্মহত্যা করেছে উল্লেখ করে বোর্ড শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেন।

রাজশাহী মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মুনসুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি ময়নাতদন্ত বোর্ড গঠন করা হয়।বোর্ডের অন্য দুই সদস্য হলেন, ফরেনসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক এমদাদুল হক ও একই বিভাগের বর্তমান সহকারী অধ্যাপক এনামুল হক। তিন জন উপস্থিত থেকে রাউধার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রাজশাহীর হেতেম খাঁ কবরস্থানে রাউধাকে দাফন করা হয়। রাউধার আত্মহত্যার বিষয়ে শাহ মখদুম থানায় করা অপমৃত্যুর মামলাটি গত রবিবার (০২ এপ্রিল) নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাউধা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। রাউধা পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। ২০১৬ সালের অক্টোবর মাসে বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণেও তিনি মডেল ছিলেন। ওই সংখ্যার প্রচ্ছদে আরও পাঁচ নারী মডেলের সঙ্গে উপস্থিত ছিলেন রাউধা।

/জেবি/

আরও পড়তে পারেন: রাগিব আলীকে আদালতে হাজির না করায় সিলেট জেল সুপারকে শোকজ



 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে ফলে এগিয়ে মেম্বার মা
মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে ফলে এগিয়ে মেম্বার মা
‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরির অজুহাত হতে পারে না’
‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরির অজুহাত হতে পারে না’
গোপালগঞ্জে তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
গোপালগঞ্জে তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস
জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না