X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

লংগদুতে তদন্ত কমিটির গণশুনানি

রাঙামাটি প্রতিনিধি
০৬ জুলাই ২০১৭, ১৪:১৩আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৪:১৩

 

রাঙামাটিতে গণশুনানি অনুষ্ঠিত (ছবি- রাঙামাটি প্রতিনিধি) রাঙামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়ে মন্ত্রীপরিষদ গঠিত তদন্ত কমিটি গণশুনানির আয়োজন করেছে। বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। এসময় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। এসময় তদন্ত কমিটির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  দীপক চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনজুরুল আলাম, কমান্ডেন্ট এস পি এম এ মাসুদ, অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাঙামাটি আবু সাহেদ চৌধুরী, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমামসহ, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম।

এসময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্তি বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা বলেন, ‘আমরা এসেছি আপনাদের সবার কথা শুনতে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবো। বিস্তারিত শুনে মনে হচ্ছে এলাকাটিতে আগে যে সম্প্রতি ছিল, তা নষ্ট করা হয়েছে। কিন্তু কিভাবে এই শান্তি ও সম্প্রতি ফিরিয়ে আনা যায়, সবাই মিলে সেই চেষ্টা করতে হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ জুন) লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মোটরসাইলেক চালক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালার চারমাইল এলাকায় পাওয়া যায়। ২ জুন সকালে প্রতিবাদ মিছিল থেকে স্থানীয় পাহাড়িদের দোকান, বসত ঘরসহ চারটি গ্রামের দুই শতাধিক বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাঙালিরা এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোকে দায়ী করে।  

এদিকে,  শুক্রবার (৯ জুন) খাগড়াছড়ির দীঘিনালা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হলে তারা নয়ন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। নয়নের মোটরসাইকেলটিও দীঘিনালার মাইনী নদী থেকে উদ্ধার করা হয়েছে। প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই ব্যক্তি রমেল চাকমা ও জুনেল চাকমা জানিয়েছে, মোটরসাইকেল ছিনতাই করার জন্যই তারা নয়নকে হত্যা করে। তবে নয়ন হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেলটি কোথাও নিয়ে যেতে না পারায় তা মাইনী নদীতে ফেলে দেয়।

/জেবি/ 

আরও পড়তে পারেন: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে সহকর্মী ও হোটেল কর্মচারীদের মারধরের অভিযোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ