X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

‘সীতাকুণ্ডের ৯ শিশুর মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত সংক্রমণে’

চট্টগ্রাম ব্যুরো
১৩ জুলাই ২০১৭, ২০:২০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:৩৭

 

সীতাকুণ্ডে মারাত্মক অপুষ্টিজনিত সংক্রমণে আক্রান্ত শিশু ( ছবি- ফোকাস বাংলা)

মারাত্মক অপুষ্টিজনিত সংক্রমণের কারণে নয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. ফারুক আহমেদ ভূঁইয়া।  সরকারের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠনের (আইইডিসিআর) প্রতিনিধি দল আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. ফারুক আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা আক্রান্ত শিশুদের দেখলাম। তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে রোগের উপসর্গগুলো সর্ম্পকে  জেনেছি। তাদের রক্ত, প্রস্রাবসহ বিভিন্ন নমুনা সংগ্রহণ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরিক্ষার পর এ রোগের প্রার্দুভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা করে দেখা গেছে তাদের অনেকের শরীরে হিমোগ্লোবিন কম আছে। রক্ত কণিকা কম আছে, পটাশিয়ামের তারতম্য লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন অপুষ্টিতে ভোগার কারণে তাদের মধ্যে এ ধরনের প্রার্দুভাব দেখা দিয়েছে।’

জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি,পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গ নিয়ে এক অজ্ঞাত রোগে গত কাল সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় ৯ শিশু মারা যায়। নিহত শিশুদের প্রত্যেকের বয়স ছিল শূন্য থেকে ১০ বছরের মধ্যে। এ রোগে আক্রান্ত আরও ৫৩ জন শিশুকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার ৭ জনকে বিআইটিআইডিতে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ডে মারাত্মক অপুষ্টিজনিত সংক্রমণে আক্রান্ত শিশু ( ছবি- ফোকাস বাংলা)

গত দুই সপ্তাহ ধরে ওই পাড়ার শিশুরা এ অজ্ঞাত রোগে ভুগলেও বিষয়টি বুধবার দুপুরে প্রশাসনের নজরে আসে। আক্রান্ত একটি শিশুকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিষয়টি সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে জানানো হয়। পরে সিভিল সার্জনের নেতৃত্বে ডাক্তারদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত শিশুদের হাসপাতালে পাঠান। হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আক্রান্ত শিশুরা দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের উন্নতমানের খাবার, অ্যান্টিবায়োটিক ও স্যালাইন দেওয়ার পর তাদের অবস্থার উন্নতি হয়েছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: গাইবান্ধায় বন্যায় ১৪১ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে এনসিপির মিষ্টি বিতরণ
আ.লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে এনসিপির মিষ্টি বিতরণ
মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া শিশুকে উদ্ধার করেছে র‍্যাব
মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া শিশুকে উদ্ধার করেছে র‍্যাব
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
রাজধানীতে আ.লীগের আরও ৪ নেতা গ্রেফতার
রাজধানীতে আ.লীগের আরও ৪ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র