X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘সীতাকুণ্ডের ৯ শিশুর মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত সংক্রমণে’

চট্টগ্রাম ব্যুরো
১৩ জুলাই ২০১৭, ২০:২০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:৩৭

 

সীতাকুণ্ডে মারাত্মক অপুষ্টিজনিত সংক্রমণে আক্রান্ত শিশু ( ছবি- ফোকাস বাংলা)

মারাত্মক অপুষ্টিজনিত সংক্রমণের কারণে নয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. ফারুক আহমেদ ভূঁইয়া।  সরকারের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠনের (আইইডিসিআর) প্রতিনিধি দল আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. ফারুক আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা আক্রান্ত শিশুদের দেখলাম। তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে রোগের উপসর্গগুলো সর্ম্পকে  জেনেছি। তাদের রক্ত, প্রস্রাবসহ বিভিন্ন নমুনা সংগ্রহণ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নিরিক্ষার পর এ রোগের প্রার্দুভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা করে দেখা গেছে তাদের অনেকের শরীরে হিমোগ্লোবিন কম আছে। রক্ত কণিকা কম আছে, পটাশিয়ামের তারতম্য লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন অপুষ্টিতে ভোগার কারণে তাদের মধ্যে এ ধরনের প্রার্দুভাব দেখা দিয়েছে।’

জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি,পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গ নিয়ে এক অজ্ঞাত রোগে গত কাল সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় ৯ শিশু মারা যায়। নিহত শিশুদের প্রত্যেকের বয়স ছিল শূন্য থেকে ১০ বছরের মধ্যে। এ রোগে আক্রান্ত আরও ৫৩ জন শিশুকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার ৭ জনকে বিআইটিআইডিতে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ডে মারাত্মক অপুষ্টিজনিত সংক্রমণে আক্রান্ত শিশু ( ছবি- ফোকাস বাংলা)

গত দুই সপ্তাহ ধরে ওই পাড়ার শিশুরা এ অজ্ঞাত রোগে ভুগলেও বিষয়টি বুধবার দুপুরে প্রশাসনের নজরে আসে। আক্রান্ত একটি শিশুকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিষয়টি সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে জানানো হয়। পরে সিভিল সার্জনের নেতৃত্বে ডাক্তারদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত শিশুদের হাসপাতালে পাঠান। হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আক্রান্ত শিশুরা দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের উন্নতমানের খাবার, অ্যান্টিবায়োটিক ও স্যালাইন দেওয়ার পর তাদের অবস্থার উন্নতি হয়েছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: গাইবান্ধায় বন্যায় ১৪১ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
নিউজিল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ কোরির
‘বৃষ্টি তুই বড় অপরাধীরে...’
‘বৃষ্টি তুই বড় অপরাধীরে...’
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?