X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নকল সন্দেহে ৩ হাজার ডিম জব্দ, পরীক্ষার জন্য আদালতে আবেদন

চট্টগ্রাম ব্যুরো
৩০ জুলাই ২০১৭, ২৩:৫৫আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০০:১৮

চট্টগ্রাম চট্টগ্রামের পটিয়া এলাকায় নকল সন্দেহে তিন হাজার ডিম জব্দ করে সেগুলো পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। এ ঘটনায় দুই ডিম ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামতুল্লাহ এ খবর নিশ্চিত করেছেন।
শনিবার (২৯ জুলাই) দুপুরে পটিয়া থানার পেছনে কামাল বাজার থেকে ডিমগুলো জব্দ করা হয়। রবিবার (৩০ জুলাই) পটিয়া থানা পুলিশ ওই ডিমগুলো পরীক্ষার জন্য আদালতে আবেদন করে।
এ ঘটনায় গ্রেফতার হওয়া দুই ডিম ব্যবসায়ী হলেন মো. আরমান (২৩) ও বেলাল উদ্দিন (৩২)। এর মধ্যে আরমান পটিয়া উপজেলার তালুকদার বাড়ির নুরুল আবছারের ছেলে। কামাল বাজারে ডিম বিক্রির দোকান রয়েছে তার। অন্যদিকে, বেলাল পেকুয়া থানার উত্তর মেহের নামা গ্রামের আবুল কাশেমের ছেলে। সে পাইকারি বাজার থেকে ডিম কিনে বাজারে সরবরাহ করত।
ওসি শেখ নেয়ামতুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোয়ালখালী আদালতের এক বিচারকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পটিয়া থানার পেছনে কামাল বাজার থেকে নকল সন্দেহে প্রায় তিন হাজার ডিম জব্দ করা হয়েছে। আজ ওই ডিমগুলো পরীক্ষার জন্য আমরা আদালতে আবেদন করেছি। কাল (৩১ জুলাই) এ বিষয়ে আদালত আদেশ দেবেন।’
ওসি আরও বলেন, ‘নকল ডিম বিক্রি করছেন— এই সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আসামি করে পুলিশের উপ-পরিদর্শক আফছার আল মামুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় এই দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে।’
পটিয়া থানা সূত্রে জানা গেছে, বোয়ালখালী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনির হোসেন শুক্রবার (২৮ জুলাই) বিকালে পটিয়া থানার পেছনে কামাল বাজার থেকে ১২টি ডিম কেনেন। ওইদিন সন্ধ্যায় তার বাসায় একজন বিচারক আসেন। এসময় তার স্ত্রী নাস্তা তৈরি করতে গেলে একটি ডিম ভাঙার পর ডিমের ভেতরের অংশ অস্বাভাবিক মনে হয়। ডিমের কসুম দেখতে নষ্ট ডিমের মতো মনে হলেও তাতে কোনও দুর্গন্ধ ছিল না। বিষয়টি সন্দেহজনক মনে হলে ওই বিচারক থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে কামাল বাজারের ওই দোকানে গিয়ে প্রায় তিন হাজার ডিম জব্দ করে পুলিশ। পাশাপাশি ওই দোকানের মালিক আরমান ও ডিম সরবরাহকারী বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আফছার আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিচারক মুনির হোসেনের অভিযোগের ভিত্তিতে আমরা কামাল বাজারের দোকানদার আরমান ও পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডিম সরবরাহকারী বেলাল উদ্দিনকে গ্রেফতার করেছি। তাদের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কাল (সোমবার) আদালতে জব্দ ডিমগুলো পরীক্ষার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন-

মাদক উদ্ধার অভিযানে পুলিশ কর্মকর্তাই অবরুদ্ধ!

রুটির দোকানে কাজ করে জিপিএ-৫ পাওয়া বাঁধনের নাটকীয় জীবন!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা