X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিত, আটক এক

বরিশাল প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৭, ১৩:৩৫আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৩:৩৫

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসক লাঞ্ছিত, আটক এক

 

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক চিকিৎসককে লাঞ্ছিত করায় তৌহিদুল ইসলামকে নামে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে সোমবার দিবাগত রাত ১২টার দিকে সার্জারি বিভাগের এক চিকিৎসককে তিনি লাঞ্ছিত করেন বলে জানান ইর্ন্টান চিকিৎসকরা।

সোমবার রাত ৮টার দিকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত তিন ভাই হাসপাতালে ভর্তি হন। তারা হলেন, বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে মেম্বার জামাল সরদার (৩৫) ও তার দুই ভাই জাহিদ সরদার (৩০), আলামিন সরদার (২৫)।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রাজু আহমেদ জানান, আহত জাহিদ সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার মধ্যরাতে তাকে পঞ্চম তলায় অপারেশন থিয়েটারে  নেওয়া হয়। এসময়  রোগীর সঙ্গে আসা স্বজনদের অপারেশন থিয়েটারের সামনে ভিড় না করে দূরে থাকতে বলা হয়। কিন্তু তারা তা উপেক্ষা করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করেছিল। এর কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে থাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা  পোশাক পরিবর্তনের জন্য রুমে গিয়ে সেখানে রাখা ব্যাগ ও  মোবাইল দেখতে না  পেয়ে সার্জারি বিভাগের রেজিস্টার ডা. সাইফুল আজমকে জানান। চিকিৎসক সাইফুল আজম রোগীর স্বজনদের মোবাইল ও ব্যাগ না পাওয়ার বিষয়টি জানিয়ে তাদের অপারেশন থিয়েটার এলাকা ত্যাগ করতে অনুরোধ জানান। এসময় রোগীর স্বজনরা তাদের চোর বলা হয়েছে দাবি করে ওই চিকিৎসককে লাঞ্ছিত করেন। চিকিৎসক লাঞ্ছিতের খবর পেয়ে সাধারণ ও ইন্টার্ন চিকিৎসকরা ঘটনাস্থলে আসেন। উপস্থিত সবাই ক্ষুদ্ধ হলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। পরে তৌহিদ নামে এক স্বজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত নয় বলে শামীম নামে এক স্বজনকে  ছেড়ে  দেওয়া হয়।

অন্যদিকে আরিফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, চিকিৎসককে লাঞ্ছিত করার কিছু সময়ের মধ্যেই একদল যুবক (ইন্টার্ন ও  মেডিক্যাল কলেজের শিক্ষার্থী) এসে রোগীর স্বজনদের খুঁজতে থাকে। এসময় তারা তৌহিদ ও শামীম নামে  রোগীর দুই স্বজনকে মারধর করে এবং পঞ্চম তলার সার্জারি ওয়ার্ডের চিকিৎসকদের কক্ষে নিয়ে আটকে রাখে। তখন পঞ্চম তলায়  রোগী ও তার স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বিক্ষুদ্ধ চিকিৎসকরা পুলিশের ওপর চড়াও হয়। পরে সিনিয়র চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মো. আওলাদ হোসেন জানান, সরকারি কাজে বাঁধা ও চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় চিকিৎসকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি তারা রোগীর এক স্বজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার জানান, পুরো বিষয়টি আরও পর্যালোচনা করে উভয় পক্ষের অভিযোগ শুনে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: আখের ভেতরে করে ইয়াবা পাচারের সময় গ্রেফতার এক



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা