X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জমে উঠছে শত বছরের পুরনো কসবার গরুর হাট

বরিশাল প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৭, ০৭:৩১আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ০৮:৩৪

কসবার গরুর হাট ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ কসবার গরুর হাট। বরিশালের গৌরনদী পৌর এলাকার এই হাট শত বছরের পুরনো। হাটের কাছেই মহাসড়ক ও আড়িয়াল খাঁর শাখা পালরদী নদীর অবস্থান হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এই হাটের যোগাযোগ খুব সহজ। সেই সুযোগেই কসবার হাটে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকার গরু। সারাবছর বৃহস্পতিবার করে এই হাট বসলেও ঈদকে সামনে রেখে গত মঙ্গলবার (২২ আগস্ট) থেকে প্রতিদিনই বসছে হাট। গত দুই দিনে এই হাটে বিক্রি হয়েছে সহস্রাধিক গরু।
হাটের ইজারাদার আব্দুর রাজ্জাক হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদ উপলক্ষে ২২ তারিখ থেকে চলছে হাট। কসবার প্রতি হাটে চার থেকে পাঁচশ গরু বিক্রি হয়ে থাকে। ঈদের হাটে এর পরিমাণ আরও বাড়বে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বড় পাইকারি ব্যবসায়ীরাও দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাক ভর্তি করে এই হাটে গরু আনেন বিক্রির জন্য। এছাড়া, খুচরা ও ছোট পাইকারি ব্যবসায়ীরাও গ্রাম ঘুরে কৃষকদের কাছ থেকে গরু নিয়ে আসেন এই হাটে। এরই মধ্যে এই হাটে দেশি গরু ছাড়াও দেখা মিলতে শুরু করেছে ভারতীয় ও নেপালি গরুর। তবে দেশি গরুর চাহিদাই বেশি।
ঈদের সময় টানা হাট চলে বলে এ গরুর হাটকে কেন্দ্র করে গরু ওঠানো-নামানো, নাওয়া-খাওয়া ও পাহারার জন্য আশপাশের কসবা, বানীয়াশুরি, চরদিয়াশুর, কালকিনির রমজানপুর, চরআইরকান্দি, সাহেবরামপুর, কয়ারিয়া, আগৈলঝাড়ার পয়সারহাট, বাশাইল, কোটালীপাড়া ও বান্ধাবাড়ি এলাকার কয়েকশ মানুষের সাময়িক কর্মসংস্থান তৈরি হয়।
ঈদকে সামনে রেখে কসবার হাটে বেড়েছে গরুর ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি বুধবার (২৩ আগস্ট) ফরিদপুর থেকে কসবার হাটে এসেছিলেন পাইকারি গরু ব্যবসায়ী রশিদ মোল্লা। তিনি বলেন, ‘এ বছর ভারতীয় গরুর চালান কম আসবে বলে গুজব ছড়িয়ে দেশি গরুর দাম গত বছরের তুলনায় ২০ থেকে ৩০ ভাগ বেশি চাওয়া হচ্ছে। গতবারও এমন হয়েছিল। তবে শেষের দিকে ভারতীয় গরু আসায় দাম পড়ে গিয়েছিল। এবারেও তাই হওয়ার সম্ভবনা বেশি।’ তবে বিদেশি ও বড় গরুর তুলনায় দেশি এবং মাঝারি আকৃতি ও দামের গরুর চাহিদা সবসময় বেশি বলে জানান তিনি।
স্থানীয় প্রবীণ ব্যক্তি রহমত আলী (৭২) জানান, একসময় গোটা দক্ষিণাঞ্চলে গরুর বড় হাট ছিল বর্তমান মাদারীপুর জেলার গোপালপুর এলাকায়। সেখানকার হাট পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে বিরোধের জের ধরে কসবার মোচন খান, পবন খান, গনি মুন্সী, জহুর আলী খান, কাসেম খানসহ ১০/১৫ জন গরু ব্যবসায়ীরা কসবার এই হাট প্রতিষ্ঠা করেন।
রহমত আলী বলেন, ‘আগে এ হাটে গরু কেনার জন্য ব্যবসায়ীরা ১৫/২০টি বালামি নৌকা (ট্রলার) নিয়ে আসতেন। প্রতিটি নৌকায় দেড় থেকে দুইশ গরু ভর্তি করে নিয়ে যেতেন ব্যবসায়ীরা। এখন তো অনেক জায়গায় গরুর হাট হয়ে গেছে। তাই আগের মতো এত গরু বিক্রি হয় না এই হাটে। তারপরও এই এলাকায় এত বড় হাট আর নেই।’

আরও পড়ুন-
ভাঙছে সৈকত, প্রাণ হারাচ্ছে কুয়াকাটা

কুয়াকাটায় বাসস্ট্যান্ডের অভাবে পর্যটকদের ভোগান্তি চরমে

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
ভারত ও চীনকে যুক্ত করা গেলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী
ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি, রাতে বৃষ্টির সম্ভাবনা 
ঢাকার তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি, রাতে বৃষ্টির সম্ভাবনা 
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
ওজন মাপার আগে এই বিষয়গুলো জেনে নিন
ওজন মাপার আগে এই বিষয়গুলো জেনে নিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক