X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

শাহ পরীর দ্বীপে আরও ১১ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১০:৫৪আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১১:২৮

নাফ নদীতে রোহিঙ্গারা

কক্সবাজারের টেকনাফের শাহ পরীর দ্বীপে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবিতে আরও ১১ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে শাহ পরীর দ্বীপের নাফ নদীর মোহনা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে ১২টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে নৌকা ডুবির ঘটনায় ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুল। 

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, গত রবিবার রাতে মিয়ানমার থেকে নাফ নদীর জলসীমানা পেরিয়ে বাংলাদেশে আসার পথে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় জীবিত ১৭ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। পরে বিজিবি ও স্থানীয় জেলেরা এই পর্যন্ত ২৩টি মৃতদেহ উদ্ধার করেছে। এরমধ্যে চারজন নারী,একজন পুরুষ ও বাকী সবাই শিশু।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুল জানিয়েছেন, কিছুক্ষণ আগে আরও পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে চারটি শিশু ও  একজন নারীর মৃতদেহ রয়েছে। আজ ভোরে ছয়টি ও সোমবার রাতে ১২টিসহ মোট ২৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গারা স্বাস্থ্য ঝুঁকিতে আছে। মঙ্গলবার সকাল থেকে ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে কলেরার টিকা খাওয়ানোর কথা রয়েছে। এছাড়াও রোহিঙ্গাদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটিশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার ৬৮০টি স্যানিটারি ল্যান্ট্রিন ও ১৯২৯টি নলকূপ স্থাপন, ছয় লাখ ওয়াটার ফিউরিন ট্যাবলেট ও ৪৫ ড্রাম ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে।

আরও পড়তে পারেন: চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়