X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

রংপুরের ঘটনায় টিটু রায়কে গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ১৭:৩৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৮:১৪

রংপুরে ঠাকুরপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি: প্রতিনিধি) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রংপুরে বলেছেন, ‘ফেসবুকের স্ট্যাটাস দেওয়া নিয়ে যে ঘটনা এখানে ঘটানো হয়েছে সেই টিটু রায়কে আজ নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সেই ফেসবুক আইডি টিটু রায়ের কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু ফেসবুকের স্ট্যাটাস নিয়ে ঠাকুরপাড়া গ্রামে বাড়িঘরে আগুন দিয়ে মালামাল লুটসহ যে তাণ্ডব চালানো হয়েছে তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুরের সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে নীলফামারীর জলঢাকার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে টিটু রায়কে গ্রেফতার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের নীলফামারী প্রতিনিধি জানান, টিটু রায় সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গোলনা গ্রামে তার দূর সম্পর্কের আত্মীয় বৈকান্ত চন্দ্র রায়ের ছেলে কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি বেড়াতে আসে।  সেখান থেকে মঙ্গলবার ভোরে চারটি গাড়িতে পুলিশের একটি দল এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে রংপুর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলেও জানা গেছে।

এদিকে রংপুরের ঠাকুরপাড়া পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখানে জাতিগোষ্ঠী সমানভাবে সহযোগিতা পাচ্ছে। তারপরও কেউ কেউ উসকানি দেবে, কেউ আবার এসে কারও ওপর অত্যাচার করবে- আমাদের সরকার তা সহ্য করবে না। এর আগেও যারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আমরা গ্রেফতার করে কঠোর শাস্তি দিয়েছি। ঠাকুরপাড়া গ্রামে যারা  তাণ্ডব চালিয়েছে তাদেরও খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমাদের দেশকে নিয়ে সবসময় ষড়যন্ত্র চলছে। বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় একইরকম কাণ্ড ঘটানো হচ্ছে। এর আগে রামু ও নাসিরনগরে একই কায়দায় তাণ্ডব চালানো হয়েছিল।’ রংপুরে ঠাকুরপাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী (ছবি: প্রতিনিধি)

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক এসব বিষয়ে নজর রাখছে। এখানকার মানুষের সঙ্গে কথা বলে জেনেছি তাণ্ডব ঘটানোর পর খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।’

রংপুরে মেট্রোপলিটান পুলিশি কার্যক্রম শুরু করার জন্য জাতীয় সংসদে এ সংক্রান্ত আইনটি চলতি অধিবেশনে উত্থাপন করা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুতই এই আইন পাস করার ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে রংপুরে এসে পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন রংপুর ৪ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুন্সি,  ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার, পুলিশের আইজিপি শহীদুল হক, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ ও জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান ।

আরও পড়ুন- ফেসবুকে ঘোঁট পাকিয়ে পরিকল্পিত হামলা হয় ঠাকুরপাড়ায়

 

/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
নির্দিষ্ট স্থানে কোরবানি: ডিএনসিসির উদ্যোগে সাড়া দেয়নি এলাকাবাসী
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
ঈদে বাড়ি যাওয়ার পথে খুন হলেন কাশিমপুর কারাগারের কর্মকর্তা
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
সর্বাধিক পঠিত
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি নিয়ে জি-৭ এর বিবৃতির জবাবে যা বললো ইরান
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
গাজায় কৌশলগত বিরতি ঘোষণা ইসরায়েলের
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ