X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া ডাক্তার আটক

যশোর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১৫:১৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:১৯

আটক ভুয়া ডাক্তার

যশোর জেনারেল হাসপাতাল থেকে শামিম হাসান নিরব (২৪) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়।কোতোয়ালি থানার এসআই মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক নিরব ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম কামরুল ইসলাম বেনু জানান, তিনি কিছুক্ষণ আগে শুনেছেন শামিম হাসান নিরব নামে এক যুবক গত ৪-৫ দিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছে।সকালে করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলায় গিয়ে এক রোগীর ব্যবস্থাপত্রে বিভিন্ন ওষুধের নাম লেখে। এই খবর পেয়ে হাসপাতালের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।

জানতে চাইলে কোতোয়ালি থানার এসআই মাহবুবুর রহমান জানান, শামিম হাসান নিরব নামে এক ভুয়া ডাক্তারকে হাসপাতাল কর্তৃপক্ষ তার কাছে সোপার্দ করেছে। তিনি তাকে থানায় নিয়ে এসেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরব জানিয়েছেন তিনি ম্যাক্স নামে একটি হাসপাতাল থেকে যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্ন করতে এসেছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেই কাগজ এখনও এসে পৌঁছেনি।

তবে, তার কথায় অসঙ্গতি রয়েছে। কেননা হাসপাতালের তত্ত্বাবধায়ক তার সঙ্গে কথা বলেই তাকে পুলিশে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: বেনাপোল থেকে বিপুল পরিমাণ ২ ও ৫ টাকার নোট উদ্ধার


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
নিখিল কৃষ্ণ মজুমদারের সাক্ষাৎকার
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
মাজার জিয়ারত করতে গিয়ে লাশ হয়ে ফিরছেন একই পরিবারের ৪ জন
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা