X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চার কারিগর দ্বগ্ধ

দিনাজপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৩

দিনাজপুর দিনাজপুরের ফুলবাড়ীতে স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়েছেন চার স্বর্ণ কারিগর। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী বাজারের সিলভার পট্টিতে দত্ত জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী বাজারের সিলভার পট্টিতে শিব প্রসাদ দত্তের স্বর্ণের দোকান দত্ত জুয়েলার্সে ওয়ান টাইম ২৫০ মিলি একটি রিফিল গ্যাস সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। তা রিফিল করে এনে রেখে কর্মরত স্বর্ণ কারিগররা প্রতিদিনের মতোই স্বর্ণের কাজ করছিলেন। দুপুরে হঠাৎ সেই গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। ঘরের ভেতর আগুন থাকায় তা ছড়িয়ে পড়ে এবং চার কারিগরের শরীর ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে আশপাশের দোকানিরা আহত কারিগরদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত স্বর্ণ কারিগররা হলেন, ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের বাবলুর ছেলে সুব্রত (২৮), কাটাঁবাড়ী গ্রামের কেশোরীর ছেলে হরি রায় (৪৫), একই গ্রামের মহেন্দ্র কুমার ঠাকুর (মাস্টার) এর ছেলে রতন কুমার (৩২)ও রাঙ্গামাটি গ্রামের তারা পদের ছেলে সুমন (৩০)।

এদের মধ্যে স্বর্ণ কারিগর সুব্রত রায়, হরিপদ রায় ও সুমন গুরুতর আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের তিন জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত রতন কুমারের ক্ষত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. খাইরুন নেছা জানান, অগ্নিদ্বগ্ধ চার জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে দত্ত জুয়েলার্সের মালিক মালিক শিব প্রসাদ দত্ত বলেন, ‘ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। তবে যতটুকু শুনেছি কারিগররা ছোট্ট গ্যাস মেশিন দিয়ে আগুন জালিয়ে কাজ করার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুনে ঝলসে যায় তারা।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
মিরাজের বিশ্বাস পেয়ে ভালো কিছু করেছেন তানভীর
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
খিলক্ষেতে কাভার্ড ভ্যানচাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল