X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঘুষ নেওয়ার অভিযোগে বরিশালে সেটেলমেন্ট অফিসের পেশকার আটক

বরিশাল প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৯:০৪

-

বরিশালে ঘুষ নেওয়ার অভিযোগে এক পেশকারকে আটক করেছে দুর্নীতি দমন কামিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আবু বক্কর সিদ্দিকী (৪৬) বরিশাল নগরের ৯ নম্বর ওয়ার্ডের সহকারী সেটেলমেন্ট অফিস কার্যালয়ের পেশকার (কম্পোজিটর)। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার পূর্ব সন্ন্যাসীরচর এলাকার মৃত আবদুল কাদের মাস্টারের ছেলে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, আটকের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. আল আমীন বাদী হয়ে এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা করে আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

মামলায় অভিযোগ করা হয়, বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠি এলাকার আব্দুল মন্নান খান বরিশাল সদরের রুপাতলী মৌজার পৌনে ৮ শতাংশ জমির নামপত্তনের জন্য ৩১ ধারায় শুনানি করান। শুনানির রায়ের কপি পাওয়ার জন্য পেশকার আবু বক্কর সিদ্দিকী তার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করে। পরে তা ১০ হাজার টাকায় দফারফা হয়। এরপর ১৩ ডিসেম্বর আব্দুল মন্নান খান দুর্নীতি দমন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ করেন। পরে তাকে হাতেনাতে ধরার জন্য দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদের তত্ত্বাবধায়নে একটি পরিকল্পনা করা হয়। সেই অনুযায়ী উপ-পরিচালক মো. মতিউর রহমানকে দলনেতা করে সাত সদস্যের একটি দল সেখানে ফাঁদ পাতে।

তারা বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বরিশাল ভূমি অফিস প্রাঙ্গণে ৯ নম্বর ওয়ার্ডের সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় থেকে ঘুষ হিসেবে দেওয়া ১ হাজার টাকার ১০টি চিহ্নিত নোটসহ (১০ হাজার টাকা) পেশকার আবু বক্কর সিদ্দিকীকে আটক করা হয়।

আরও পড়ুন: বগুড়ায় বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল, শুক্রবার আখেরি মোনাজাত

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ