X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কেসিসি নির্বাচন: বৈধতা পেলেন ৫ মেয়র ও ২০৯ কাউন্সিলর প্রার্থী

খুলনা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ২১:১৩আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২১:৩১

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আরও ১৩ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানিয়েছেন, দ্বিতীয় ও শেষ দিনের যাচাই-বাছাই কার্যক্রম শেষে কেসিসি নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহার না করে নিলে তারা সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
সোমবার (১৬ এপ্রিল) ছিল কেসিসি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় ও শেষ দিন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী জানান, মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই হিসাবে কেসিসি নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
মনোনয়পত্র বাছাই প্রক্রিয়া শেষে মেয়র পদে মনোনয়ন জমা দেওয়া পাঁচ প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন— আওয়ামী লীগের প্রার্থী, দলটির মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক; বিএনপির প্রার্থী, দলের মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু; জাতীয় পার্টির প্রার্থী শফিকুর রহমান; ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী, দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
ইউনুচ আলী বলেন, সোমবার সাধারণ ওয়ার্ডের ১৩ জন কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়। আয়কর সনদ, ঋণ খেলাপি, ‘ঘ’ ফরম জমা না দেওয়া ও স্বাক্ষরজনিত সমস্যার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগে, রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে সংরক্ষিত ওয়ার্ডের ৯ জনসহ ১৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা গেছে, সোমবার যাচাই-বাছাইয়ের শেষ দিনে ৯ নম্বর ওয়ার্ডে ফজলুল কবির টিটো, ১১ নম্বর ওয়ার্ডে মোস্তফা হাওলাদার ও ফারজানা লিপি, ১২ নম্বর ওয়ার্ডে আজমল হোসেন, ১৩ নম্বর ওয়ার্ডে আবুল বাসার, ১৯ নম্বর ওয়ার্ডে আলহাজ্ব ফজলুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডে মোল্লা ফরিদ আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডে নূর ইসলাম শেখ ও মাসুদ পাটোয়ারি, ২৪ নম্বর ওয়ার্ডে এ এস এম মাইনুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন এবং ৩১ নম্বর ওয়ার্ডে আসলাম হোসেন ও আব্দুর রবের মনোনয়নপত্র বাতিল হয়।
এর আগে, রবিবার বাতিল করা হয় সাধারণ ১ নম্বর ওয়ার্ডে শাহাজান সিরাজ, আবুল কালাম, ২ নম্বর ওয়ার্ডে রাজা খান, ৪ নম্বর ওয়ার্ডে আবু আসালাত মোড়ল, ৫ নম্বর ওয়ার্ডে মো. মুকুল শেখ ও এস এম হুমায়ুন কবির, সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডে শামীমা পারভিন, ৭ নম্বর ওয়ার্ডে মনোয়ারা সুলতানা কাকলী, ৮ নম্বর ওয়ার্ডে রমা রানী চক্রবর্তী ও ইসমত আরা বেগম, ৯ নম্বর ওয়ার্ডে রিনা রহমান, লিভানা পারভীন ও শাহানুর বেগম, ১০ নম্বর ওয়ার্ডে মোসাম্মাৎ হোসনে আরা ও বিলকিস আরা বুলির মনোনয়নপত্র। তবে রবিবার মনোনয়নপত্র স্থগিত হওয়া ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রোকেয়া ফারুক, সাধারণ ১ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক ও ১০ নম্বর ওয়ার্ডের মো. জামালের প্রার্থিতা বহাল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা তিন দিনের মধ্যে নির্বাচনি আপিল বোর্ডে আপিলের সুযোগ পাবেন। আপিল বোর্ডই তাদের ব্যাপারে পরবর্তী ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
উল্লেখ্য, গত ৩১ মার্চ খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর ২৪ এপ্রিল প্রার্থীদের মধ্যে বরাদ্দ করা হবে প্রতীক। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। খুলনা সিটি নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪৫৩ জন।
আরও পড়ুন-
খালেকের মনোনয়নপত্র বাতিল চান মঞ্জু
কেসিসি নির্বাচনে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার ঘোষণা বিএনপি’র

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?