X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সিটি নির্বাচন নিয়ে যেসব অভিযোগ গাজীপুর বিএনপির

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৯ জুন ২০১৮, ১৭:০১আপডেট : ৩০ জুন ২০১৮, ০৯:২৭

গাজীপুর সিটি নির্বাচনে ভোটারদের দীর্ঘ লাইন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয় বিএনপির। তাদের অভিযোগ, বিএনপির পক্ষ থেকে নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ভোটের আগেও হেনস্তা করা হয়েছে, এমনকি নির্বাচনের পরেও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে তাদের। এমনকি নির্বাচনকেন্দ্র থেকে তুলে নিয়ে আরেকটি জেলার নির্জন এলাকায় বিএনপির এজেন্টদের ফেলে রাখার অভিযোগও করেছেন তারা।

তাদের আরও অভিযোগ, ভোটের দিন নির্ধারিত সময়ের আগেই ভোটকেন্দ্রে উপস্থিত থাকলেও নির্বাচনি এজেন্টদের পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র ও দেহ তল্লাশিসহ নিষিদ্ধ কিছু রয়েছে কিনা ইত্যাদি দেখার নাম করে বিলম্ব করানো হয়। কোনও কোনও কেন্দ্রে এসব দেখার নাম করে আধা ঘণ্টা বা একঘণ্টা পরে ভোটগ্রহণ কক্ষে প্রবেশ করতে দেওয়া হয় তাদের। ওই সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরেছে।

বিএনপি নেতাদের দাবি, বিএনপির নির্বাচনি কর্মীদের তল্লাশি করা হলেও আওয়ামী লীগের কোনও নির্বাচনি এজেন্টকে তল্লাশি করতে দেখা যায়নি বলে।

এ প্রসঙ্গে গাজীপুর মহানগরের নির্বাচনি টঙ্গী এলাকার ৪৮ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহাব উদ্দিন বলেন, ‘তিনটি কেন্দ্রে মোট ১৬ জন এজেন্ট নিয়োগ করা হয়। সকাল সাড়ে ৭টায় কেন্দ্রগুলোতে গিয়ে এজেন্টদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলাম। ১৫ জনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর ১৬ নাম্বার এজেন্টকে ধূমকেতু প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় সাদা পোশাকে কয়েকজন লোক এসে আমাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নেয়। আমাকে এভাবে গাড়িতে তোলার দৃশ্য দেখে আমাদের ব্যাচপড়া নির্বাচনি কর্মী ও বিএনপি সমর্থকদের মধ্যে ভীতি সৃষ্টি হয়। পরে তারা ভোটকেন্দ্রে থেকে নিরাপদ দূরত্বে চলে যায়। এমনকি চার থেকে পাঁচ হাজার বিএনপির ভোটার কেন্দ্রেই আসেনি।’

তিনি আরও বলেন, ‘৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির ঘাঁটি। স্বাধীনতার পর থেকে এখানে কখনও আওয়ামী লীগ পাস করা তো দূরের কথা ৫০ ভাগ ভোটও পায়নি। কোনও কাউন্সিলর পর্যন্ত এখান থেকে আওয়ামী লীগের হতে পারেনি আগে। এবার তো তারা কাউন্সিলর পাস করিয়ে নিয়েছে।’

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘গাজীপুর মহানগরের সব কেন্দ্র থেকে প্রায় আড়াইশ’ কর্মীকে সাদা পোশকধারীরা গাজীপুর পুলিশ লাইনের ভেতর একটি বড় কক্ষে নিয়ে ভোটের দিন বিকাল চারটা পর্যন্ত রেখে দেয়। টঙ্গী মিলগেটের সাবেক কমিশনার ও ক্যারিয়ার লাইফ স্কুল ভোট কেন্দ্রের বিএনপি প্রার্থীর তত্ত্বাবধায়ক শরীফ কাকা, জহির মার্কেটের কাদির কাকা, শ্রমিক দলের সাবেক সেক্রেটারি রাজ্জাক চৌধুরীর ছেলেকে তুলে নিয়ে গেছে।’

জানা যায়, বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান সরকারের নমিনেশনের ফরম কিনেছিলেন টঙ্গী গাছা এলাকার বশির উদ্দিন নামের এক ব্যক্তি। ফরম তোলার সময় একই এলাকার ইদ্রিস আলীকেও সঙ্গে নেন তিনি। ফরম তোলার দায়ে তাকেও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।

এ প্রসঙ্গে বশির উদ্দিন বলেন, ‘তুলে নিয়ে গিয়ে কোনও হাতে নমিনেশন পেপার কিনেছিলাম তা জিজ্ঞাসা করে, পরে হাত বের করতে বলে। মাইক্রোবাসের ভেতরেই দুই হাতের তালুতে পিটিয়েছে।’

নির্বাচনের সময় বিএনপির এজেন্ট হয়ে দায়িত্ব পালন করেছেন দাবি করে আবুল বাশার বলেন, ‘অশ্লীল ভাষায় গালি দিয়ে যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা আমার সামনেই ব্যালট পেপারে সিল দিতে থাকে। কোনও কথা না বলার জন্য দেয়। শুধু চেয়ে চেয়ে দেখেছি। কর্মকর্তারাও আমার মতো চেয়ে চেয়ে দেখেছেন।’

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাহাব উদ্দিন বলেন, ‘বিকাল ৪টার পর পুলিশ লাইনের ব্যারাক থেকে বের করে কমপক্ষে ২৫টি হায়েস ও মাইক্রোবাসে উঠিয়ে দূরে কোথাও নিয়ে যাওয়া হয় তাদের। দুপুরে খেতেও দেয়নি। মোবাইল ফোনটিও নিয়ে নেয় তারা। ফলে কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি। সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডের ত্রিশাল এলাকা, কিশোরগঞ্জ রোডের পাকুন্দিয়া এলাকা ও নেত্রকোণা রোডের নির্জন এলাকায় একজন একজন  করে ফেলে রেখে যায়। কোথাও দু’জনকে একসঙ্গে রেখে যায়নি।’

ধূমকেতু প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল কেন্দ্রেরি দায়িত্বে থাকা জাকির হোসেনের বাড়ি বরিশাল এলাকায়। তিনি কর্মসূত্রে কয়েকবছর ধরে টঙ্গী এলাকায় থাকেন। তিনি বলেন, ‘ভোট শুরুর দিকে আমাদের দেহ তল্লাশির নামে দেরি করিয়ে নির্ধারিত সময়ের পৌনে একঘণ্টা পর কেন্দ্রে প্রবেশ করতে দেয়। এদিকে, যারা নির্বাচন পরিচালনা কমিটির শক্তিশালী ও কর্মঠ কর্মী ছিলেন, আমাদের সামনেই সাদা পোশাকের লোকজন কথা আছে বলে তাদের অন্যত্র নিয়ে গেছে। ভোটকেন্দ্রে প্রবেশ করে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা সমানতালে ব্যালট পেপারে সিল মেরেছে।’

দত্তপাড়া এলাকার গ্রিনবার্ড একাডেমি ভোটকেন্দ্রের বিএনপি নির্বাচনি এজেন্ট আমজাদ হোসেন বাবুল বলেন, ‘বেলা ১১টার পর তার সামনে ব্যালট পেপার রেখে সমানতালে নৌকা মার্কায় সিল মেরেছে। দুপুরের পর আমাদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে।’

বিএনপির ৫৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মধু মিয়া বলেন, ‘আমি টঙ্গীর হাজী কসিম উদ্দিন বিএম অ্যান্ড কমার্স কলেজ কেন্দ্রে ভোট দেই। ওই কেন্দ্রে নির্বাচনি এজেন্টদের সাড়ে ৮টা বা পৌনে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশ করতে দিয়েছে পুলিশ সদস্যরা। নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে। এই সময়ের মধ্যে অনেক ভোট কাস্ট হয়েছে।’

মহানগরের ধান গবেষণা কেন্দ্রের বিএনপির এজেন্ট আলমগীর হোসেন বলেন, ‘আমার কেন্দ্রে জোর করে কোনও ভোট দেওয়া হয়নি। এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরব ছিল। বেশ কয়েকবার স্থানীয় যুবলীগের সদস্যরা কেন্দ্রে প্রবেশ করে জোর করে সিল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু পুলিশের বাধার মুখে পারেনি। তবে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কম ছিল।’

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন শীর্ষস্থানীয় নেতা না প্রকাশে না করার শর্তে বলেন, ‘আগে থেকেই আমাদের নেতাকর্মীরা হুমকির মধ্যে ছিল। ইসি শেষ বৈঠক করে চলে যাওয়ার পর পাঁচ ঘণ্টার মধ্যেই ধরপাকড় শুরু হয়েছে। তাদের বিভিন্ন জেলার থানাগুলোতে নেওয়া হয়। এভাবেই ভোটের রাত থেকে আবার ধরপাকড় শুরু হয়।’ ভোটের দিন সকালেই কোনাবাড়ী এলাকায় হিমেল নামে এক নির্বাচনি এজেন্টকে ব্যাপক মারধর করা হয়েছে বলেও অভিযোগ এই বিএনপি নেতার।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসব বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, ‘আমার বাড়ির আশপাশে পাঁচটি ওয়ার্ড রয়েছে। তিনটিতে বিএনপির কাউন্সিলর, একটিতে আওয়ামী লীগ ও অপর একটিতে জাতীয় পার্টির কাউন্সিলর নির্বাচত হয়েছেন। তাহলে এগুলো কীভাবে হলো? বিএনপি যেসব অভিযোগ করেছে সেসব বিষয়ে আমার জানা নেই।’

গাজীপুর পুলিশ লাইনের আবাসিক পরিদর্শক (আরআই) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘পুলিশ লাইনে বা ব্যরাকে বাইরে থেকে কাউকে আনা হলে আমার নলেজে থাকতো। এ অভিযোগগুলোর কোনও ভিত্তি নেই। এরকম কোনও ঘটনা পুলিশ লাইনে ঘটেনি।’

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘অভিযোগগুলো মিথ্যা। এটা তাদের স্ট্রাটেজি হতে পারে।’  

/এএইচ/
সম্পর্কিত
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা: রিজভী
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বশেষ খবর
‘জঙ্গিসংশ্লিষ্টতা’ তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা
‘জঙ্গিসংশ্লিষ্টতা’ তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক
সাবেক সিইসি শামসুল হুদার মৃত্যুতে ইসির শোক
‘বিশাল প্রতিভা’ এস্তেভাও চেলসিতে যেতে প্রস্তুত
‘বিশাল প্রতিভা’ এস্তেভাও চেলসিতে যেতে প্রস্তুত
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম