X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মাঠ থেকে সরে যাওয়ার সুযোগ নেই: তাপস

বরিশাল প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ২১:১৫আপডেট : ২৭ জুলাই ২০১৮, ২১:২৫

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইকবাল হোসেন তাপস বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, ‘৩০ তারিখের নির্বাচন নিয়ে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। জনগণ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছেন। আমার এই মুহূর্তে মাঠ থেকে সরে যাওয়ার কোনও অবস্থা নেই। কোনও সুযোগও নেই।’

নগরের অক্সফোর্ড মিশন রোডে নির্বাচনি প্রধান কার্যালয়ে শুক্রবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জেলা জাপার সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেয়ার বিষয়ে তাপস বলেন, ‘এ ধরনের কোনও নির্দেশনা আমি পাইনি, কিংবা প্রত্যাহারের কোনও চিঠিও পাইনি। আর আমি যতটুকু জানি মহাজোটে আমরা নেই। এরই মধ্যে ১২৩টি কেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল পোলিং এজেন্টদের ভোটার স্লিপ ও তালিকা দিয়ে স্ব-স্ব কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।’





তিনি আরও বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে যা বলেছেন তাই আমি করছি। তিনি আমাকে দলীয় মনোনয়নপত্রে সাক্ষর দিয়ে বরিশালে পাঠিয়েছেন এবং বলেছেন প্রতিদ্বন্দ্বিতা করো। আমি তো তাই করছি। তিনি এর বাইরে অন্য কোনও কাগজ আমাকে দেননি।’

প্রসঙ্গত, বিকেলে সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেওয়ার পর সন্ধ্যায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে অনড় থাকায় ইকবাল হোসেন তাপসকে দল থেকে বহিষ্কার করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য প্রদান এবং পার্টির শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে জাতীয় পার্টির সব পদ থেকে বহিষ্কার করা হয়।’

সংবাদ সম্মেলনে নির্বাচনের পরিবেশের বিষয়ে ইকবাল হোসেন তাপস বলেন, বরিশালে নির্বাচনের পরিবেশ খারাপ না। এখানে কোনও সহিংসতা ঘটেনি। সব প্রার্থী সহাবস্থানে রয়েছি। কিন্তু একটি সংশয়, গত রাতে মোটরসাইকেলের একটি মহড়া হয়েছে। প্রশাসনিক কিছু মানুষ আছে যারা ভীতি ছড়াচ্ছে। তাই প্রশাসনের প্রতি অনুরোধ করবো সহিংসতা রোধ ও কারো প্রতি পক্ষপাতিত্ব না করার জন্য।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আমরা পুরোপুরি আস্থা এখনো রাখতে পারছি না। কারণ তারা ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় দৃশ্যমান পদক্ষেপ নিয়ে একটি শক্তিশালী অবস্থান আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি। 

আরও পড়ুন: বরিশালে দলীয় মেয়র প্রার্থীকে বহিষ্কার করলো জাপা

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!