X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে নানাবাড়িতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ অক্টোবর ২০১৮, ১২:১৭আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৫:৫৯

আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। আজ শনিবার (২০ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সকাল শাহ আমানত বিমানবন্দরে আনা হয় তাকে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে ১১টা ১৫ মিনিটের দিকে মাদারবাড়িতে তার নানার বাড়ি পথে রওনা হন স্বজনরা। বেলা ১২টার দিকে তার মরদেহ নানার বাড়িতে পৌঁছায়।

এদিকে মরদেহ নিয়ে আইয়ুব বাচ্চুর নানান বাড়িতে পৌঁছার পর চসিক মেয়র বলেন, আইয়ুব বাচ্চুর নামে চট্টগ্রাম মুসলিম হলের নামকরণের চেষ্টা করবেন তিনি। পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় একটি সড়কের নামকরণেরও আশ্বাস দেন তিনি। মেয়র জানান, সিটি করপোরেশনের উদ্যোগে তারা আইয়ুব বাচ্চুকে নাগরিক সংবর্ধনা দেবেন।

আইয়ুব বাচ্চুর ছেলে আহনাব তাজোয়ার আইয়ুব দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।

আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেন চসিক মেয়র আ জ ম নাসির

এদিকে স্থানীয় প্রিয় সংগীত শিল্পীকে শেষবারের মতো এক নজর দেখতে তার নানা বাড়িতে ভক্তদের ভিড় বাড়ছে। সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন ভক্তরা। ফোরকান রাসেল নামে এক ভক্ত বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় বাচ্চু ভাইয়ের কনসার্টে ছুটে গিয়েছি। বাচ্চু ভাইয়ের গানের টানে ছুটে গেছি। স্টেজে বাচ্চু ভাই মানে ফাটাফাটি মন জুড়ানো প্রোগ্রাম। কিন্তু আজ এসেছি বাচ্চু ভাইকে শেষ বিদায় দিতে। আর যে পাবো না বাচ্চু ভাইকে কোনও প্রোগ্রামে। তাই কত কষ্টের এই বিদায় বোঝানো যাবে না।’ চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর মরদেহবাহী লাশ

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন গুণী এই শিল্পী। তার বয়স হয়েছিল ৫৬ বছর। পারিবারিক সূত্র জানায়, গত ১৬ অক্টোবর রাতে রংপুরে একটি কনসার্ট শেষ করে ১৭ অক্টোবর দুপুরে ঢাকায় ফেরেন আইয়ুব বাচ্চু। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বাসায় হার্ট অ্যাটাক করেন তিনি। তড়িঘড়ি তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে

২০১২ সালের ২৭ নভেম্বর ফুসফুসে পানি জমার কারণে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন আইয়ুব বাচ্চু। বেশ কিছু দিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে আবারও গানে ফেরেন।

আইয়ুব বাচ্চুর মরদেহ চট্টগ্রামে নানার বাড়িতে

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার। ভক্তদের কাছে তিনি ‘এবি’ নামেও পরিচিত। আইয়ুব বাচ্চুর নিজের একটি স্টুডিও আছে। ঢাকার মগবাজারে অবস্থিত এই মিউজিক স্টুডিওটির নাম এবি কিচেন।

ছবি: হুমায়ুন মাসুদ ও চট্টগ্রাম ব্যুরো। 

আরও পড়ুন- 

গিটার ছাড়া থাকতে পারতেন না আইয়ুব বাচ্চু

গিটার জাদুকর আইয়ুব বাচ্চু আর নেই

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার