X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রাজশাহী বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া শীর্ষে

বগুড়া প্রতিনিধি
০৬ মে ২০১৯, ২৩:৪৮আপডেট : ০৬ মে ২০১৯, ২৩:৫৯

এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ায় জিপিএ-৫-এর ছড়াছড়ি। রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে গত বছরের মতো এবারও বগুড়া জেলা প্রথম স্থান অধিকার করেছে। জেলার মধ্যে বগুড়া জিলা স্কুল শীর্ষে রয়েছে।

বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উল্লাস  রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক জহুরুল জানান, এ বছর বোর্ডে মোট ২২ হাজার ৭৯৫ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বগুড়ার পাঁচ হাজার ১৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বোর্ড সেরার গৌরব অর্জন করেছে। চার হাজার ১০৮ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, রাজশাহী জেলা। তৃতীয় সিরাজগঞ্জ– তিন হাজার ৩৯০ জন, চতুর্থ পাবনা– দুই হাজার ৮৪৭ জন, পঞ্চম নওগাঁ– দুই হাজার ৬১৫ জন, ষষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ– এক হাজার ৬৩১ জন, সপ্তম নাটোর– এক হাজার ৫২৭ জন ও অষ্টম জয়পুরহাট– এক হাজার ৪৯১ জন।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়ার প্রথম সারির ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে বগুড়া জিলা স্কুল জেলার মধ্যে শীর্ষে রয়েছে।

ওই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক হাবিব জানান, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৩৯ জন ছাত্রের সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল এসেছে।

শতভাগ পাসসহ জেলায় দ্বিতীয় হয়েছে, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ২৮০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৬ জন। অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ সলমন ইবনে এ রউফ জানান, এ ফলাফলে প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক, পরিচালনা পর্ষদের সভাপতি, অভিভাবক ও শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। এ ফলাফল আগামীতেও অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তৃতীয় অবস্থানে থাকা বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ২৭০ জন পরীক্ষা দেয়। ২৪৬ জন জিপিএ-৫ পেয়েছে। ফলাফলে প্রধান শিক্ষক রাবেয়া খাতুন সন্তুষ্ট। বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল ও কলেজের ২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩১ জন। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে পরীক্ষা দেওয়া ২৮৬ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। বগুড়া পুলিশ লাইনস স্কুল ও কলেজের ১৯৭ জন ছাত্রছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন।

বগুড়ার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে এবার শতভাগ পাস নেই। অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান জানান, একজন শিক্ষার্থী অপহৃত হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। ৪৩৩ জনের মধ্যে ৪৩২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন। তিনি এ ফলাফলে সন্তুষ্ট।

এসওএস হারম্যান মেইনর স্কুল ও কলেজ থেকে এবার ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ থেকে ১৮০ জনের মধ্যে একজন ফেল করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৬৩ জনের মধ্যে ১৬১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের