X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

শাহবাজপুর তিতাস সেতু দিয়ে যান চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১৫:৫৩আপডেট : ২৪ জুন ২০১৯, ১৫:৫৩

শাহবাজপুর তিতাস সেতু দিয়ে যান চলাচল শুরু


ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ঝুঁকিপূণ শাহবাজপুর তিতাস সেতুর ওপর দিয়ে সোমবার (২৪ জুন) বেলা ১১টা থেকে যান চলাচল শুরু হয়েছে। সেতুটি ভেঙে  যাওয়ার পর সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবে সেতুর ওপর দিয়ে ২২ টনের বেশি ওজন নিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ ও হাইওয়ে পুলিশ জানায়, গত শনিবার দুপুর থেকে সেতুটির ওপর স্টিলের বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। সোমবার সকাল পর্যন্ত শাহবাজপুর সেতুটি মেরামতের কাজ চলে। পরে কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পর বেলা ১১টা থেকে যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। এর পর থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামিম আল মামুন জানান, সেতুতে ২২টনের বেশি ওজনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ঝুঁকির বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যান। 
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার জানান, সেতুর ওপর গাড়ি নিয়ন্ত্রণ করে উঠতে দেওয়া হচ্ছে। এক সঙ্গে বেশি যানবাহন যাতে সেতুর ওপরে না উঠে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার কারণে সড়ক পথে চাপ বাড়ায় গণপরিবহনের যাত্রীরা তাদের ভোগান্তির কথা জানান।
ব্রাহ্মণবাড়িয়া ইসলামপুর কলেজের প্রভাষক রানা সাহা জানান, আমরা প্রতিদিন এই সড়কে যাতায়ত করি। গণপরিবহন না পেয়ে চরম ভোগান্তির মধ্যে পরেছি।
ঢাকা থেকে সিলেট গামী যাত্রী ফরিদুল হুদা জানান, রেলপথ বন্ধ, সড়ক পথে ভোগান্তি কিভাবে সিলেটে পৌঁছাবো বুঝতে পারছি না।
সিলেটের কাঁচামাল ব্যবসায়ীয় আবুল ফজল জানান, কাঁচা মাল (আলু) নিয়ে গত কয়েকদিন ধরে মহাসড়কে আটকে ছিলেন। সেতু খুলে দেওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৮ জুন মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরের ঝুঁকিপূর্ণ তিতাস সেতুটির রেলিং এবং ফুটপাত ধসে তিতাস নদীতে পড়ে যায়। এর পর থেকে এই সেতুটির ওপর দিয়ে সব ধরনের ভারী এবং মাঝারি আকারের যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। ফলে ৬দিন ধরে মহাসড়কে যানবাহন চালকসহ যাত্রীরা আটকা পরে চরম ভোগান্তির মধ্যে ছিলেন। এ অবস্থায় ঝুঁকির মধ্যেই জোরাতালি দিয়ে আজ (সোমবার) সেতুটি খুলে দেওয়া হয়।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে