X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বিকল্প ব্যবস্থায় রেল যোগাযোগ শুরু

গাইবান্ধা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৪:৪৯আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৪:৫৯

বন্যার পানিতে বাঁধ ও সড়ক ভেঙে রেললাইন ক্ষতিগ্রস্ত

গাইবান্ধায় বন্যার পানিতে সড়ক ও বাঁধ ধসে রেললাইন ডুবে যাওয়ায় কারণে ট্রেন চলাচল বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় রেল যোগাযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর থেকে গাইবান্ধা-কাউনিয়া ও লালমনিরহাট এবং বোনারপাড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। গাইবান্ধার স্টেশন মাস্টার মো. আবুল কাশেম এ তথ্য জানান। 

তিনি জানান, গাইবান্ধা রুটে চলাচলকারী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে বোনারপাড়া এবং বোনারপাড়া থেকে সান্তাহার পর্যন্ত চলাচল করবে। এছাড়া দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর থেকে গাইবান্ধা এবং গাইবান্ধা থেকে দিনাজপুর, ৭ আপ /৮ ডাউন মেইল ট্রেনটি পঞ্চগড় থেকে গাইবান্ধা এবং গাইবান্ধা থেকে পঞ্চগড় ও সান্তাহার থেকে বোনারপাড়া এবং বোনারপাড়া থেকে সান্তাহার চলাচল করবে। ট্রেনগুলো ছাড়ার সময় ও গন্তব্যে পৌঁছানোর সময়  স্টেশনেই পাওয়া যাবে।

এদিকে, ১৯/২০ বগুড়া এবং পদ্মরাগ ট্রেন দুটি চলাচল করবে না। তবে রংপুর ও লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন দুটি কাউনিয়া-পার্বতীপুর-সান্তাহার রুট ব্যবহার করে ঢাকায় যাওয়া-আসা করবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ রুটের ট্রেনগুলো এভাবেই চলাচল করবে। 

এরআগে, বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে বাদিয়াখালি রেল স্টেশন সংলগ্ন চেয়ারম্যানবাড়ী মিয়াপাড়া রেলগেট এলাকায় পাকা সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে যায়। পানির প্রবল স্রোত রেল লাইনের ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রেললাইনের স্লিপার, মাটি ও পাথর ধসে যায়। এ কারণে ঢাকার সঙ্গে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাটসহ উত্তরাঞ্চলের চার জেলার  রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লালমনিরহাট থেকে একটি কারিগরি টিম এসে ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করে। 

রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বন্যার পানি কমে গেলেই বাদিয়াখালী এলাকার ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের কাজ শুরু হবে। কাজ শেষ হলে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক