X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লালদিয়ার চরে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০১৯, ০৪:২০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৪:৩৫

 

চলছে উচ্ছেদ অভিযান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী পাড়ে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে দুইশ’র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সোমবার (২২ জুলাই) নগরীর পতেঙ্গা থানার লালদিয়ার চরে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। বন্দর ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ তথ্য জানিয়েছেন।

গৌতম বাড়ৈ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার লালদিয়ার চরে অভিযান চালানো হয়। অভিযানে সেখানে অবৈধভাবে গড়ে তোলা দুইশ’র বেশি কাঁচা-পাকা বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে অভিযানে প্রায় পনের একর জায়গা উদ্ধার করা হলো। অবশিষ্ট অবৈধ স্থাপনাগুলোও ধারাবাহিকভাবে উচ্ছেদ করা হবে।’

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, লালদিয়ার চরে অবৈধভাবে বসতঘর তুলে প্রায় দুই হাজার পরিবার বসবাস করছে। এর মধ্যে শুধু কর্ণফুলী পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। সেখানে একটি মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করা হবে।

এদিকে, বন্দরের এই সিদ্ধান্তের বিরোধীতা করে আসছেন লালদিয়ার চরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসা স্থানীয়রা। তাদের দাবি, স্থানীয় কিছু প্রভাবশালীর কাছ থেকে তারা জায়গাগুলো কিনে এতদিন বসবাস করে আসছেন। বন্দর কর্তৃপক্ষ তাদের সরে যাওয়ার জন্য সময় না দিয়েই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। কর্তৃপক্ষের কাছে তারা পুনর্বাসনের দাবি জানিয়ে আসলেও কোনও ধরনের ব্যবস্থা না করেই তাদের বসতঘর গুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কে জানতে চাইলে উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি আলমগীর হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের কাছে আমরা ক্ষতিপূরণ দাবি করেছিলাম। উচ্ছেদের কবলে পড়া পরিবারগুলোকে পুনর্বাসন করার দাবি জানিয়েছি। বন্দর কর্তৃপক্ষ আমাদের আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু এখন পুনর্বাসন না করেই উচ্ছেদ অভিযান শুরু করে দিয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি