X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

নাসিরনগরে প্রধান শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ২১:৫৫আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২২:৫১

আহত শিক্ষক নাজমুল হুদা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাজমুল হুদা (৩৩) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলার বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাজমুল হুদা উপজেলার আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় তার হাতসহ বিভিন্ন স্থানে জখম হয়।

নাজমুল হুদা বলেন, ‘সকাল ৯টার দিকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে ওত পেতে থাকা রুমান আলী আমার ওপর হামলা চালায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

তিনি আরও জানান, এর আগে ২০১৭ সালের ২০ আগস্ট ওই বিদ্যালয়ের মাঠে ইয়াবা সেবন করার প্রতিবাদ করায় তার ছোট ভাই নুরুল হুদাকে রুমান আলী আক্রমণ করে। ওই ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশে বিষয়টি মীমাংসা হয়। এ ঘটনার জের ধরে এ হামলা করা হয়েছে।

হামলার খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ‘একজন শিক্ষকের ওপর এমন হামলা  ন্যক্কারজনক। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল