X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

লোকমান হত্যা মামলায় আরেক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ আগস্ট ২০১৯, ২০:৪৫আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:০২

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় গুলিতে লোকমান হোসেন জনি নিহত হওয়ার মামলায় আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামির নাম প্রীতিরাজ সাহা ওরফে শুভ্র (২৫)। প্রীতিরাজের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার শান্তি নিকেতন এলাকায়। সে নগরীর চকবাজার থানার উর্দু গলিতে থাকতেন।

নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় এক ছোট ভাইয়ের সঙ্গে গোলপাহাড় এলাকার দুই কিশোরের বিরোধের ঘটনা মীমাংসা করতে গিয়ে লোকমান হোসেন গত ৬ এপ্রিল রাতে বাকলিয়ার খালপাড় এলাকায় গুলিতে খুন হন। এ ঘটনায় গ্রেফতার দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রীতিরাজের নাম আসে। এরপর থেকে তাকে গ্রেফতার করতে পুলিশ তৎপর হয়, কিন্তু ঘটনার পর থেকে সে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সাড়ে চার মাস পর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল রাতে লোকমান গুলিতে নিহত হওয়ার পর ৭ এপ্রিল তার মা বাদী হয়ে সাইফুল নামে একজনকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতারের পর ৯ এপ্রিল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল নিহত হয়। ঘটনার পর পুলিশ জানিয়েছিল, লোকমান হত্যা মামলায় সাইফুল ও এজাহারভুক্ত আরেক আসামি জিয়া উদ্দিন বাবলুকে ৮ এপ্রিল ফটিকছড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল লোকমানকে গুলি করার বিষয়টি স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ এপ্রিল রাতে তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধারে যায় পুলিশ। এসময় কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের কাছে খালপাড়ে গেলে সাইফুলকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেখানে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল নিহত হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’