X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২২



সীমান্ত (ফাইল ছবি) ঠাকুরগাঁওয়ের হরিপুরের কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।  নিহত কামাল হোসেন (৩০)  হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী ঘটনা নিশ্চিত করেছেন।

বিজিবি’র এই কর্মকর্তা জানান, এ ব্যাপারে ১৪৬ ফুলবাড়ি ব্যাটালিয়ন বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশের হরিপুর কাঠালডাঙ্গী এবং ভারতের নারগাঁও সীমান্তের নারগাঁও বিওপি সংলগ্ন নো ম্যানস ল্যান্ডে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে বিএসএফ পিটিয়ে হত্যা বা এ জাতীয় কোনও ঘটনার কথা অস্বীকার করেছে।

বিজিবি সূত্র জানায়,  বৃহস্পতিবার রাত ১টার দিকে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ মেইন পিলারের ওপারে কামালসহ ৮/১০ জন চোরাকারবারী ভারতে অনুপ্রবেশ করে। এসময় নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা কামালকে আটক করে। পরে তাকে পিটিয়ে মারাত্মক আহত করে মুমূর্ষু অবস্থায় ছেড়ে দেয় বিএসএফ। ছাড়া পেয়ে আহত কামাল কোনোভাবে নো ম্যানস ল্যান্ডে এসে অজ্ঞান হয়ে পড়েন। সীমান্তের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ভোর ৪টার দিকে বিজিবি’র সোর্সরা তাকে সীমান্ত সংলগ্ন তার বাড়িতে নিয়ে যান। ততক্ষণে কামালকে মৃত দেখতে পান পরিবারের সদস্যরা। কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও ডান হাত ভাঙ রয়েছে বলে জানান স্থানীয় গেদুরা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, যা বিজিবিও স্বীকার করেছে। 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা