X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ইটের দালাল থেকে সাইবার অপরাধী!

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ২০:৪১আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২০:৫২

মাহফুজুর রহমান নবিন প্রথমে ইটের দালালি করতো। পরে সাইবার অপরাধী। তার নাম মাহফুজুর রহমান নবিন (২৮)। হবিগঞ্জ জেলার বাহুবল থানার মামদ নগর গ্রামে তার বাড়ি। 

নবিন র‌্যাবের ডিএডি পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অপরাধ কর্মকাণ্ড চালাতো। তার প্রতারণার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, মিডিয়াকর্মী, সেলিব্রিটি থেকে শুরু করে ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী কিংবা সাধারণ চাকরিজীবী।

বুধবার (১৬ অক্টোবর) র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে  আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মো. আনোয়ার হোসেন শামীম জানান, টার্গেট করার ক্ষেত্রে নারীদেরকেই সে সাধারণত প্রাধান্য দিতো। ফেসবুক আইডি হ্যাক করার পর প্রথমে মানসিক চাপ দেওয়ার উদ্দেশ্যে একান্ত ব্যক্তিগত ছবি, ভিডিও, ডকুমেন্টস বিভিন্ন জনকে পাঠিয়ে দিতো। তারপর ধারাবাহিকভাবে হ্যাক করা আইডি ব্যবহার করে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নিতো। নারীদের টার্গেট করে অশ্লীল ছবি ও ভিডিওতে তাদের মাথা জুড়ে দিয়ে ছবি এবং ভিডিও নির্মাণ করতো। এছাড়া টাকার বিনিময়ে বিভিন্ন জনের কাছ থেকে ফরমায়েশ নিয়েও সে এই ধরনের কাজ করতো।

মো. আনোয়ার হোসেন শামীম জানান, এ পর্যন্ত র‌্যাবের কর্মকর্তা, টেলিভিশন উপস্থাপিকাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক ও একই নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করেছ নবিন। আইনি প্রক্রিয়ার জন্য নবিনকে হবিগঞ্জের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘নবিনকে বুধবার রাতে থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সাইবার অপরাধে একটি মামলা দায়ের করেছেন।’

র‌্যাব জানিয়েছে, নবিন প্রথমে কমিশনে (দালালি) ইট বিক্রি করতো। পরে সাইবার অপরাধে জড়িয়ে পড়ে। এক সন্তানের জনক নবিন পরিবারের খোঁজ রাখতো না। সে ইজাজুর রহমানের ছেলে।  

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল