X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ঘূর্ণিঝড় বুলবুল: ভোলায় খোলা হয়েছে ৮ কন্ট্রোল রুম, ছুটি বাতিল

ভোলা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০১৯, ১৬:২৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৬:৩৬

 ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলা সদরসহ সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৬৬৮টি আশ্রয়কেন্দ্র। গঠন করা হয়েছ ৯২টি মেডিক্যাল টিম। ঝড়ের কারণে বাতিল করা হয়েছে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি এবং স্থানীয়দের সতর্ক করতে উপকূলে চলছে রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রচারণা।

এদিকে ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় চার নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে ভোলায় সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণেরও খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে নদী এবং সাগর উত্তাল হয়ে উঠেছে। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ অবস্থানে সরিয়ে আনা হচ্ছে।

 শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে শুকনো খাবার, প্রয়োজনীয় চাল, টিন ও নগদ টাকাসহ পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ভোলা সিপিপির উপপরিচালক মো. সাহাবুদ্দিন জানান, ঝড়ের বিষয়ে স্থানীয়দের জানাতে সিপিপি ও রেডক্রিসেন্টকর্মীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুর্যোগে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে সিপিপির ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ভোলায় এখনো ৪ নম্বর সতর্কতা সংকেত চলছে। ঝড়টি কোনদিকে আঘাত হানবে এখনও বলা যাচ্ছে না।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক