X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৮ হাজার আসামিকে খুঁজছে ফতুল্লা থানা পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১৯:৩২আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৯:৪২

ফতুল্লা মডেল থানায় আলোচনা সভা প্রায় আট হাজার পলাতক আসামিকে খুঁজছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ। জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হাতে গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত আসামিদের নামের তালিকা তুলে দিয়ে তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ সহযোগিতাও চেয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানার সভা কক্ষে এক আলোচনা সভায় পরোয়ানাপ্রাপ্ত আসামিদের নামের তালিকা তুলে ধরা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ওসি তদন্ত হাসানুজ্জান, কমিউনিটি পুলিশ ফতু্ল্লা থানা কমিটির সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও ব্যবসায়ী তৈয়বুর রহমান প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ‘ফতুল্লা থানায় ৮০ থেকে ১০০ জন পুলিশ সদস্য কাজ করেন। তারা সবাই ছয় মাস, এক বছর বা দুই বছর কাজ করে চলে যাচ্ছেন। তাই এই পুলিশ সদস্যদের পক্ষে অপরাধী যাচাই করা সব সময় সম্ভব হয় না। আপনারা এলাকার মানুষ, আপনারা চেনেন এরা কারা? তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ গোপন তালিকা আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা এগুলো প্রচার করুন। আসামিদের চিহ্নিত করে আমাদের জানান।’

জানা গেছে, জিআর (থানায় করা মামলা বা জেনারেল রেজিস্ট্রার্ড কেস), সিআর (আদালতে করা মামলা বা কমপ্লেইন রেজিস্ট্রার্ড কেস) ও সাজাপ্রাপ্ত এই তিন ভাগে কুতুবপুর ইউনিয়নে রয়েছে প্রায় ২২‘শ আসামির নাম, ফতুল্লায় ২২‘শরও বেশি, এনায়েতনগরে ১৬‘শ ৪০, কাশিপুরে ১৪‘শ ৭৫, বক্তাবলীতে ৬‘শসহ বর্তমানে ফতুল্লা থানায় আট হাজার ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এর আগে, গত জুলাই মাসে ২৯ জুলাই ফতুল্লা থানা পুলিশ ইউনিয়ন পরিষদগুলোতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের নামের তালিকা সাঁটায়। গত এক মাসে প্রায় তিন হাজারের মতো গ্রেফতারি পরোয়ানা কমিয়ে আনা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ