X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সাড়ে ৪৭ কোটি টাকা ব্যয়ে মৎস্য অভয়াশ্রম হচ্ছে

রাজশাহী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ২১:১৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২০

রাজশাহী

রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৫টি উপজেলায় (সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও তারাশ উপজেলা বাদে) মোট ৪৭ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হবে। আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হয়ে ২০২২ সালের ডিসেম্বর শেষ হবে এই প্রকল্প।

রবিবার (৮ ডিসেম্বর) রাজশাহীর পিআইডি’র কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো.আশরাফ আলী খান খসরু এমপি এই মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা করে মাছের উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ বেকার ও ভূমিহীন জনগোষ্ঠী এবং জেলে সম্প্রদায়ের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অধিক বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে এই প্রকল্প উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মৎস্য সম্পদের গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুমিল্লার একটি অনুষ্ঠানে বলেছিলেন, মৎস্য হবে আমাদের দ্বিতীয় অর্থ উপার্জনকারী সম্পদ। সারা বিশ্বে যখন অর্থনৈতিক ধস নেমেছে, তখন বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন এখন সারা বিশ্বের রোল মডেল। বাংলাদেশ জনবহুল দেশ, দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার, যাতে আমরা কাজকে কাজ মনে করতে পারি। শেখ হাসিনার দর্শন সবাইকে কাজ দেওয়া। আর এর জন্য দেশে শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে আইসিটি সেক্টরের উন্নয়ন করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীতে মাংসের চেয়ে মাছের চাহিদা বাড়ছে। গ্রামীণ পর্যায়ে মৎস্য চাষের সুফল পৌঁছে দিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে।’

মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পারভেজ রায়হান এবং রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল