X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ পরবাসীর মতো হয়ে যাচ্ছে: কাদের

কক্সবাজার প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ১৯:২১আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২০:৪৯

কক্সবাজারে ওবায়দুল কাদের রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের মানুষ কষ্টে আছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে উদারতা ও মানবিকতা দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তবে এর মানে এই নয় যে রোহিঙ্গাদের আমরা স্থায়ীভাবে আশ্রয় দিয়েছি। রোহিঙ্গাদের মানবিক কারণে সাহায্য করেছিলাম, কিন্তু আজ আমরাই মানবিক সংকটে রয়েছি। বিশেষ করে কক্সবাজারের মানুষেরা রোহিঙ্গাদের কারণে আজ অস্তিত্বের সংকটে ভুগছে, উখিয়া-টেকনাফের মানুষ পরবাসীর মতো হয়ে যাচ্ছে। এজন্য আমাদের পরিবেশ, অর্থনীতি, পর্যটন ও জীববৈচিত্র আজ হুমকির সম্মুখীন। তাই সবকিছু বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়সহ চীন, ভারতকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা উচিত। আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো মিয়ানমারের ওপর চাপ আরও জোরদার করার জন্য। তাদের নাগরিকদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার নানা কৌশল অবলম্বন করছে উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে তারা পাস কাটিয়ে যেতে চায়। তাদের এই বোঝা আমরা আর বহন করতে চাই না। এই বোঝা বহন করার দায়িত্ব বিশ্বের। আমাদের এই অস্থিরতা ও বোঝা থেকে মুক্তি দিতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়। আমরা কারও দয়া ও সাহায্য চাই না। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাই।’

বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি তাদের দলে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করলেও অনেক আগেই তা ভাটা পড়েছে। বিএনপির কাছে গণজোয়ার এখন দিবাস্বপ্ন। বিএনপির আন্দোলনেও ভাটা, নির্বাচনেও ভাটা। জোয়ার তারা দেখেননি, ভবিষ্যতেও দেখতে পারবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ সাহসিকতার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে প্রথমে আপন ঘরে শুদ্ধি অভিযান শুরু করেছেন তিনি। আপন ঘরে, আপন লোকদের শাস্তি দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন দুর্নীতি করলে, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করলে কারও রেহাই নেই। দুর্নীতিকে না বলতে হবে, সন্ত্রাসকে না বলতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের চলতে হবে বঙ্গবন্ধুকে অনুসরণ করে এবং শেখ হাসিনাকে অনুসরণ করে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দুঃসময়ের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। ত্যাগী কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের গণতন্ত্র বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের উন্নয়ন বাঁচবে না। আওয়ামী লীগ না বাঁচলে বাংলাদেশের অর্জন হবে না। তাই যে কোনও মূল্যে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার অহঙ্কার পতনের কারণ যেন না হয়। ক্ষমতা যেন আমাদের নেতাকর্মীদের বিনয়ী করে, অহঙ্কারী নয়। বিনয়ী যত হবেন তত আপনি বড় হবেন। বিনয়ী হলে জনগণ আরও ভালোবাসবে।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা মোস্তাক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ নেতাকর্মীরা।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা