X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া প্রেস ক্লাবের নির্বাচন ৩০ জানুয়ারি

বগুড়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ১১:৫৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০০:০৪

বগুড়া প্রেস ক্লাবের নির্বাচন ৩০ জানুয়ারি আগামী ৩০ জানুয়ারি বগুড়া প্রেস ক্লাবের নির্বাচন। ২১ পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি প্যানেল ছাড়াও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সমর্থিতরা পূর্ণ ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া (জেইউবি) আংশিক প্যানেল দিয়েছে।

বিইউজে সমর্থিত নয়ন-আরিফ প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মাহমুদুল আলম নয়ন (জনকণ্ঠ), সহসভাপতির তিনটি পদে আবদুল মোত্তালেব মানিক (কালের খবর), আবদুস সালাম বাবু (আলো প্রতিদিন) ও এসএম কাওছার (সমকাল), সাধারণ সম্পাদক পদে আরিফ রেহমান (এসএ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে সাজ্জাদ হোসেন পল্লব (প্রভাতের আলো) ও সাজেদুর রহমান সিজু (আলো প্রতিদিন), দফতর সম্পাদক পদে শফিউল আযম কমল (জনকণ্ঠ), কোষাধ্যক্ষ পদে কমলেশ মোহন্ত সানু (বৈশাখী টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মেহেরুল সুজন (যমুনা টিভি), ক্রীড়া সম্পাদক পদে ইলিয়াস হোসেন (ভোরের দর্পন), পাঠাগার সম্পাদক পদে এইচ আলিম (বণিক বার্তা) এবং কার্যনির্বাহী সদস্যের ৯টি পদে জে এম রউফ (দেশ টিভি), তানসেন আলম (বাংলা বুলেটিন), প্রদীপ ভট্টাচার্য্য শংকর (করতোয়া), প্রবীর মোহন্ত (সংবাদ প্রতিদিন), ফরহাদুজ্জামান শাহী (চ্যানেল ২৪), মিলন রহমান (ভোরের দর্পন), নাজমুল হুদা নাসিম (যুগান্তর ও বাংলা ট্রিবিউন), রউফ জালাল (চ্যানেল আই) ও লতিফুল করিম (মাই টিভি)।

জেইউবি সমর্থিত রানু-কালাম প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে রেজাউল হাসান রানু, (বগুড়া), সহসভাপতির তিনটি পদের মধ্যে দুটিতে মীর্জা সেলিম রেজা (মহাস্থান) ও মমিনুর রশিদ সাইন (বগুড়া), সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ (দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদের মধ্যে একটিতে তোফাজ্জল হোসেন (বগুড়া), দফতর সম্পাদক পদে মাহফুজ মন্ডল (ইনডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ (নয়া দিগন্ত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (উত্তরকোণ), ক্রীড়া সম্পাদক পদে মোস্তফা মোঘল (সাতমাথা), পাঠাগার সম্পাদক পদে সাইফুল ইসলাম (উত্তরকোণ) এবং কার্যনির্বাহী সদস্যের ৯টি পদের মধ্যে চারটিতে ইকবাল মোর্শেদ রিপন (এটিএন বাংলা), এফ শাহজাহান (সাতমাথা), ইনছান আলী শেখ (নোতুন খবর) ও আবদুর রহিম (মুক্তবার্তা)।

এছাড়া দুটি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা হলেন-সহসভাপতি জিয়া শাহীন (বিডিনিউজ ২৪.কম), সাধারণ সম্পাদক পদে সবুর শাহ্ লোটাস (দুরন্ত সংবাদ) ও সুমনা রায় (চাঁদনী বাজার) এবং কার্যনির্বাহী সদস্য পদে মহসিন আলী রাজু (ইনকিলাব)।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমজাদ হোসেন মিন্টু জানান, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ১৯৭ জন হলেও অন্যতম সদস্য বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে ভোটার ১৯৬ জন। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ