X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রাজনৈতিক নেতাদের মূল্যায়ন করে না পুলিশ: ড. আনোয়ার হোসেন

নেত্রকোনা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৬

রাজনৈতিক নেতাদের মূল্যায়ন করে না পুলিশ: ড. আনোয়ার হোসেন

পুলিশ এখন রাজনৈতিক নেতাদের মূলায়ন করে না বলে মন্তব্য করেছেন জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসে। তিনি বলেন, ‘দেশের সব জয়গায় দুর্নীতি প্রবেশ করেছে। পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাই দেশ এগিয়ে যাচ্ছে না। নির্বাচনের ভোট এখন পুলিশ দেয়, আর সেটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় বলেই পুলিশ আজ রাজনৈতিক নেতাদের মূল্যায়ন করে না।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা জাসদ এর কাউন্সিলে তিনি এসব কথা বলেন।   

জেলা জাসদ সভাপতি নির্মল কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকন্দের সঞ্চলনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপার্চার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, অ্যাডভোকেট সাদির হোসেন, কেন্দ্রীয় নেতা মুখলেছুর রহমান মুক্তাদির। এছাড়াও শরিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।

কাউন্সিল শেষে পরে দলীয় নেতা কর্মীদের সামনে নির্মল কুমার দাসকে সভাপতি ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকন্দের নাম ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. আনোয়ার হোসেন আরও বলেন, ‘দেশের মানুষ এখন আর কোনও নির্বাচনকে বিশ্বাস করে না। কারণ এই দেশে এখন আর স্বচ্ছ নিবার্চন করতে পারে না কমিশন। নিবার্চন কমিশনের প্রতি মানুষের আস্থা অনেক কম। সে কারণেই নির্বাচনকে বিশ্বাস করে না কেউ।’

তিনি আরও বলেন, ‘এখন আওয়ামী লীগের মধ্যে জাতির পিতার আর্দশ নেই। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বঙ্গবন্ধুর আর্দশ একমাত্র একটি রাজনৈতিক দল ধরে রেখেছে- সেটি হলো জাসদ।’ তাই দেশের সব মানুষকে জাসদের পতাকা তলে আসার আহ্বান জানান তিনি।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক