X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

একচোখা নীতির অভিযোগ বিএনপির মেয়র প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪

চট্টগ্রামে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কর্তৃপক্ষ একচোখা নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। রেলস্টেশন এলাকায় নগর বিএনপিকে সমাবেশ করার সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই কথা বলেছেন তিনি। ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমাদের এখানে (নগর বিএনপির দলীয় কার্যালয়ে) অনুষ্ঠান করার কথা ছিল না। প্রশাসন একচোখা নীতি অবলম্বন করায় আমরা এখানে সমাবেশ করতে বাধ্য হয়েছি। মহানগর বিএনপির পক্ষ থেকে আমাকে রেলস্টেশনে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। পুলিশ সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে একই দিন বিকেল পৌনে ৩টার দিকে ডা. শাহাদাত হোসেন ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন। নগর বিএনপির নেতাকর্মীরা বিএনপির এই প্রার্থীকে রেলস্টেশনেই সংবর্ধনা দিতে চেয়েছিলেন। পুলিশের অনুমতি না থাকায় পরে তারা নাসিমন ভবনে এই সমাবেশের আয়োজন করেন।

সভায় ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আওয়ামী লীগ বিশাল আকারে সমাবেশ করার অনুমতি পায়। তখন নিরাপত্তার কোনও প্রশ্ন থাকে না। বিএনপির ক্ষেত্রে সব প্রশ্ন। প্রশাসন যে নিরপেক্ষ নয়, সেটি নির্বাচনের আগে আবারও প্রমাণ হলো।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রযন্ত্র আওয়ামী যন্ত্রে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন, প্রশাসন, আওয়ামী লীগ সবাই মিলেমিশে একাকার। নৌকার প্রতীক মানেই সাত খুন মাফ, নৌকার প্রতীক মানেই লালদীঘির মাঠে সমাবেশ, নৌকার প্রতীক মানেই রেলওয়ে চত্বরে সমাবেশ, যেখানে ইচ্ছা সেখানে সমাবেশ করার অনুমতি পায়। কিন্তু বিএনপি পায় না। আওয়ামী লীগ অনুমতি পেলে বিএনপি কেন পাবে না? আপনারা একচোখা নীতি পরিহার করে জনগণের পাশে দাঁড়ান।’

ভোটারদের কেন্দ্রে আসার পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে বিএনপির মেয়র প্রার্থী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আপনারা দেখেছেন, জনগণ ভোটকেন্দ্রে যায়নি। ঢাকায় ৮০ ভাগ মানুষ ভোটকেন্দ্রে যায়নি। মানুষকে ভোটকেন্দ্রমুখী করার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।’

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নৌকার প্রতীক মানেই বিজয়, এমন হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়ার এখন সময় হয়েছে। নির্বাচনের দিন স্ব স্ব সেন্টারে পাহারা দেবেন, নিজের ভোট নিজে দেবেন, অন্যকে উৎসাহিত করবেন।’

নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনহ নগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া