X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম ছাড়লেন ডিসি সুলতানা

নুরুজ্জামান লাবু ও মোয়াজ্জেম হোসেন, কুড়িগ্রাম থেকে
১৮ মার্চ ২০২০, ১৭:৩৫আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৮:৩৪


কুড়িগ্রাম ছাড়লেন ডিসি সুলতানা কুড়িগ্রাম ছেড়েছেন সদ্য প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। বুধবার (১৮ মার্চ) দুপুরে তিনি কুড়িগ্রাম ছেড়ে চলে গেছেন বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফার ইয়াসমিন।

এই কর্মকর্তা বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সব কর্মকর্তা-কর্মচারী ডিসির সরকারি বাসভবনে উপস্থিত হয়ে সদ্য প্রত্যাহার হওয়া সুলতানা পারভীনকে বিদায় জানান।’

একই দাবি করেছেন, জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান। তবে জেলা প্রশাসকের ব্যবহৃত আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র এখনও নিয়ে যাওয়া হয়নি বলে জানিয়েছে ডাকবাংলোর (সিএ) গোপনীয় সহকারী রতন কুমার সাহা।

এর আগে ১৬ মার্চ মধ্যরাতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেন সুলতানা পারভীন।

দুপুরে সরজমিনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমানের দেখা পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে জানতে চাইলে সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ‘ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক সভায় যোগ দেওয়ার জন্য গিয়েছেন। ১৯ মার্চ (বৃহস্পতিবার) নতুন জেলা প্রশাসক রেজাউল করিম নিজ কার্যালয়ে যোগ দেবেন।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মার্চ সুলতানা পারভীন দায়িত্ব গ্রহণ করেন এবং গত ১৬ মার্চ ২০২০ তাকে প্রত্যাহার করা হয়। এর আগে ১৩ মার্চ বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে তাকে তুলে ডিসি কার্যালয়ে নিয়ে নির্যাতন শেষে মাদক দিয়ে মোবাইল কোর্ট বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৫ মার্চ আরিফ মুক্তি পান। এই ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও দুই সহকারী কমিশনারকে প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন-

ফেসবুক স্ট্যাটাসে যা বললেন ডিসি সুলতানা 







আরডিসি নাজিম ও দুই সহকারী কমিশনার প্রত্যাহার

 

প্রতিবেদন দুপুরের মধ্যেই, পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে

কারা দিয়েছিল সেই ১৫০ গ্রাম গাঁজা ও আধা বোতল মদ?

শুক্রবার মধ্যরাতে যা ঘটেছিল সাংবাদিক আরিফের বাসায় (ভিডিও)

প্রতিশোধ নিতেই আইনের অপপ্রয়োগ!

‘ডিসি অফিসে নিয়ে সাংবাদিক আরিফকে চোখ বেঁধে বিবস্ত্র করে পেটানো হয়’

মধ্যরাতে আরিফকে গ্রেফতার করে সাজা: রংপুরের বিভাগীয় কমিশনারকে তদন্তের নির্দেশ
আরিফের ওপর অন্যায় হয়ে থাকলে ডিসিকে প্রশ্নের মুখোমুখি হতে হবে: প্রতিমন্ত্রী

‘রাতে দরজা ভেঙে ঘরে ঢুকতে পারেন না মোবাইল কোর্ট’

 

কুড়িগ্রামের ডিসির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রীকে প্রশ্ন করতে বললেন আইনমন্ত্রী

‘তুই অনেক জ্বালাচ্ছিস- বলে মারতে মারতে নিয়ে যায় আরিফকে’

মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিককে ধরে নিয়ে মোবাইল কোর্টে এক বছরের জেল

মধ্যরাতে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে গেলো মোবাইল কোর্ট

আরিফের আটক ও সাজার আইনি ব্যাখ্যা দিতে পারেননি ডিসি সুলতানা

কাবিখা’র টাকায় পুকুর সংস্কার করে ডিসি’র নামে নামকরণ!

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না