X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টিন নয়, প্রবাসীর পারিবারিক সালিশ দেখতে সেই ভিড়

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
২০ মার্চ ২০২০, ২১:১০আপডেট : ২০ মার্চ ২০২০, ২১:১০

হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে অস্ট্রেলিয়াফেরত এক দম্পতির হোম কোয়ারেন্টিন দেখতে জনতার ভিড়ের যে ছবি ভাইরাল হয়েছিল, সে ব্যাপারে অন্য তথ্য জানা গেছে। সরেজমিনে জানা যায়, ওই দম্পতির পারিবারিক দ্বন্দ্বের বিচার সালিশ দেখতে ভিড় করেছিলেন স্থানীয়রা।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঘটনাস্থলে যান নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল। সরেজমিনে ঘুরে এসে তিনি ট্রিবিউনকে এ তথ্য জানান।

সূত্র জানায়, জেলার নবীগঞ্জ পৌর শহরের গুয়াউড়ি গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী এক দম্পতি সম্প্রতি দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার পর ঢাকার শাহজালাল বিমানবন্দরে ধনঞ্জয় দেব তার স্ত্রীর পাসপোর্টসহ সব কাগজপত্র নিয়ে নেন। এরপর তিনি স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে আত্মীয়ের বাড়িতে চলে যান। কিন্তু বৃহস্পতিবার ধনঞ্জয় দেবের স্ত্রী তার বাবাকে নিয়ে পাসপোর্ট নিতে স্বামীর বাড়িতে যান। এ সময় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তাই উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়। ভিড়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোয়ারেন্টিন দেখতে জনতার ভিড় বলে প্রচারিত হলে দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল জানান, বাড়িতে আসার পর প্রবাসীকে কোথাও ঘুরতে নিষেধ ও কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘স্বামী স্ত্রীর দ্বন্দ্বের সালিশ দেখতেই ভিড় করেছিল স্থানীয় কয়েকজন। করোনা ভাইরাসের কোয়ারেন্টিন দেখতে উৎসুক জনতার ভিড় উল্লেখ করে যে ছবি প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা।’

নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ বলেন, ‘তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। তাই বিষয়টি সালিশের মাধ্যমে আমরা সমাধান করে দিই। কিন্তু এ বিষয়টিকে নিয়ে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারিত হয়েছে।’

 

/আইএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ