X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ওরশে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা: আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ১৬:০০আপডেট : ২৬ মার্চ ২০২০, ১৬:১৮

ওরশে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা: আ.লীগ নেতা গ্রেফতার করোনা পরিস্থিতিতে বগুড়ায় ওরশ মাহফিল করতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় শহর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম নয়নসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। উপশহর ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আবদুল গফুর এই মামলা করেন। তবে মূল আয়োজক ভাষাসৈনিক গাজিউল হকের ছেলে রাহুল গাজীকে পুলিশ আটক করলেও অজ্ঞাত কারণে ছেড়ে দিয়েছে।

মামলার বাদী এসআই আবদুল গফুর জানান, গ্রেফতার ২৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধরের অভিযোগে মামলা হয়েছে।
আয়োজত রাহুল গাজীকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্রেফতার বা ছেড়ে দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। তদন্তে রাহুল গাজীর নাম পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী দাবি করে বলেন, ‘আয়োজক রাহুল গাজীকে গ্রেফতার করা হয়নি। তাই তাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।’

তবে গ্রেফতার হবার আগে শফিকুল ইসলাম নয়ন, তার ভাই রাশেদুল ইসলাম, নারী ভক্ত রিতা পারভিন ও এলাকাবাসীরা জানিয়েছেন, পুলিশ রাহুল গাজীকে লাঠিপেটা করে থানায় নিয়ে যায়।

এরআগে, বুধবার (২৫ মার্চ) রাতে শহরের সুলতানগঞ্জপাড়ায় ভাষাসৈনিক মরহুম গাজিউল হকের বাড়ির মাজার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। গাজিউল হকের বাবা পীর সিরাজুল হক চিশতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ২৫ মার্চ ওরশ মাহফিলের আয়োজন করা হয়। এই সময় দেশের বিভিন্ন স্থান থেকে অনেক লোক সমাগম হয়। করোনাভাইরাস সংক্রমণের কারণে জনসমাগম নিষেধ থাকার পরও এ আয়োজন করায় পুলিশ দুই দফা তাদের নিষেধ করে। এরপরও ভক্তরা অবস্থান করায় উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম সেখানে যান। পুলিশ সদস্যরা আয়োজন থামাতে বলায় তাদের ঘরে আটকে মারধর করা হয়। এরপর খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিপুল সংখ্যক ফোর্স নিয়ে আহত দুই পুলিশ কর্মকর্তাকে দরজা ভেঙে উদ্ধার করেন। এই সময় আটক করা হয় আয়োজক রাহুল গাজী, নুরুল আমিন নুরুসহ ২৩ থেকে ২৪ জনকে। পরে বাড়ি থেকে সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম নয়নকে আটক করা হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা ভেঙে উরস, বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগ

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া