X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরবেন বাংলাবান্ধা সীমান্ত দিয়ে

পঞ্চগড় প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৭:৫৭আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১৮:০২

পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরবেন ভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া বাংলাদেশিরা। দেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। সোমবার (৬ এপ্রিল) সকালে পঞ্চগড়ের জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর এ তথ্য জানান জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। তবে কত জন বাংলাদেশি, কবে নাগাদ ফিরবেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বৈঠকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইমিগ্রেশন সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় অনেক বাংলাদেশি নাগরিক চিকিৎসাসহ নানা কারণে ভারতের বিভিন্ন এলাকায় আটকা পড়েন। সরকারের নির্দেশনায় বিশেষ ব্যবস্থাপনায় তাদের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরিয়ে আনা হবে এবং ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশি নাগরিকরা দেশে ফেরার পর কোয়ারেন্টিনে তাদের থাকা, খাওয়া ও চিকিৎসাসহ সব ধরনের সুবিধা দেওয়া হবে। এ জন্য একটি প্রতিনিধি দল সোমবার বিকালে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় কোয়ারেন্টিনের স্থান পরিদর্শন করবেন।ৱ’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি