X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মেয়র আরিফের ওপর ক্ষেপেছেন মহিলা কাউন্সিলররা

সিলেট প্রতিনিধি
০৭ মে ২০২০, ১৫:৪৪আপডেট : ০৭ মে ২০২০, ১৫:৪৪




ত্রাণ সামগ্রী না পাওয়ায় বৈঠকে বসেন সিসিকের নারী কাউন্সিলরা সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় করোনা দুর্যোগের সময় সিসিকের পক্ষ থেকে পুরুষ কাউন্সিলরদের দিয়ে প্রতিটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হলেও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদের এতে সম্পৃক্ত না করার অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি দিয়েও বাধার মুখে তা পালন করতে পারেননি বলে জানান সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলররা। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্যানেল মেয়র ও সংরক্ষিত-৯ এর নারী কাউন্সিলর অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ।

তিনি জানান, ‘প্রতিটি ওয়ার্ডে সিসিকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও আমাদের সঙ্গে রাখা হয়নি। এমনকি পুরুষ কাউন্সিলরদের ত্রাণ সামগ্রী দেওয়া হলেও মহিলা কোনও কাউন্সিলরকে বিতরণের জন্য কোনও ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি। তবে মেয়র মহোদয় আমাদের এব্যাপারে বার বার আশ্বস্ত করেছিলেন, কথাও দিয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেনি। আমাদের থামিয়ে রাখার জন্য এসব পাঁয়তারা করেছেন মেয়র।’

তিনি বলেন, ‘সিসিকের ২৭টি ওয়ার্ডে আমরা সংরক্ষিত নারী কাউন্সিলর রয়েছি ৯ জন। নিজ নিজ ওয়ার্ডে সিসিকের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও আমরা যে কয়েকজন নারী কাউন্সিলর রয়েছি আমাদের কোনও ত্রাণসামগ্রীও প্রদান করা হয়নি। তাই বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত না করা এবং আমাদের ত্রাণ সামগ্রী না দেওয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেই। তবে আমাদের তা  পালন করতে দেওয়া হয়নি।’

এই জনপ্রতিনিধির অভিযোগ, ‘কর্মসূচি ঘোষণা করার পর পরই আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির বাসা নগরের শেখঘাট এলাকায় বুধবার (৬ মে) রাত সাড়ে ১২টায় দুর্বত্তরা হামলা চালায়। বর্তমানে তিনি একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যার কারণে আমরা আমাদের কর্মসূচি আপাতত স্থগিত রেখেছি। আমরা পরবর্তী করণীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবো।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তাই এই সংকটময় সময়ে জনগণ আমাদের কাছে আসছে সহযোগিতার জন্য। সরকারের ত্রাণ আমাদের দেওয়া তো দূরের কথা এমনকি সিসিকের তহবিলে যেসব বিত্তবানরা অনুদান দিয়েছেন তা থেকেও আমাদের ত্রাণ দেওয়া হচ্ছে না।’

এদিকে মহিলা কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির স্বামী আলী হোসেন বলেন, ‘পরিকল্পিতভাবে আমার বাসায় হামলা চালায় একদল দুর্বত্ত। এজন্য আমি খানায় অভিযোগ দায়ের করবো।’

এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। 

ত্রাণ সামগ্রী না পাওয়ার অভিযোগে মহিলা কাউন্সিলরদের কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  বিধায়ক রায় চৌধুরী বলেন, ‘মহিলা কাউন্সিলররা কী জন্য কর্মসূচি ঘোষণা করেছেন সেবিষয়ে আমাকে কেউ কিছু জানাননি।‘

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক