X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

করোনায় বেনাপোল বন্দরে অচলাবস্থা

সেলিম রেজা, বেনাপোল
১০ মে ২০২০, ১১:১৮আপডেট : ১০ মে ২০২০, ১১:১৮

 

বেনাপোল বন্দর করোনাভাইরাস সংক্রমণের কারণে গত দেড় মাস ধরে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোলের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। কবে নাগাদ বন্দর খুলবে তাও জানা যাচ্ছে না। এই পরিস্থিতিতে উদ্বেগের মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। তবে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, তারা বাণিজ্য সচলের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

করোনার কারণে গত ২২ মার্চ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাকে এবং ২৫ মার্চ থেকে রেলপথে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। ১৩ মার্চ থেকে পাসপোর্টধারী যাত্রী আসা-যাওয়াও বন্ধ করে দেয় ভারত সরকার। বাংলাদেশি ব্যবসায়ীদের দাবির মুখে গত ৩০ এপ্রিল স্বল্প পরিসরে আমদানি শুরু হলেও তৃতীয় দিনের মাথায় ভারত অংশে শ্রমিকদের বাধায় তা আবার বন্ধ হয়ে যায়। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় ভারতে আটকে থাকা বাংলাদেশিরা প্রতিদিন দেশে ফিরছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, 'অনেকবার দাবি জানিয়ে এক মাস পর বেনাপোল বন্দর দিয়ে বাণিজ্য শুরু হয়েছিল। স্বল্প পরিসরে তিন দিন আমদানি চলার পর তা আবার বন্ধ হয়ে যায়। কবে নাগাদ বাণিজ্য চালু হবে তারও কোনও নিশ্চয়তা নেই। এতে পণ্য আটকে থাকায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানাগুলোতে।'

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, 'পশ্চিমবঙ্গে লকডাউনের কারণে পেট্রাপোল বন্দর দিয়ে কোনও পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে না। বন্দরে রফতানি পণ্য নিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় বহু ট্রাক। আটকে পড়েছেন ট্রাক চালকরাও। তবে যাতে স্বল্প পরিসরে দুই দেশের মধ্যে বাণিজ্য সচল হয়, তার জন্য সব ধরনের চেষ্টা আমরা  চালিয়ে যাচ্ছি।'

বেনাপোল স্টেশন ম্যানেজার সাইদুর রহমান বলেন, 'ভারত সরকারের নিষেধাজ্ঞায় গত ২৫ মার্চ থেকে রেলপথে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। এতে প্রবেশের অপেক্ষায় ওপারে আটকে পড়ে আছে শিল্প-কলকারখানার কাঁচামাল, ফ্লাইঅ্যাশ (কয়লা পোড়ানো ছাই), তুলা, পাথর, জিপসাম, গমসহ বিভিন্ন ধরনের পণ্য। ভারত অংশে লকডাউন না ওঠা পর্যন্ত বাণিজ্য সচলের সম্ভবনা কম।'

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, 'ভারতে বাংলাদেশি ও ভারতীয় পাসপোর্ট যাত্রী প্রবেশে নিষেধজ্ঞা রয়েছে। কিন্তু ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরছেন। যারা ফিরছেন, তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বেনাপোল পৌর বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার এবং যশোর গাজীর দরগাহ-তে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। সেখানে ১৪ দিন অবস্থানের পর তাদের বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এক মাসের বেশি সময়ে প্রায় ২৫ হাজার বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী দেশে ফিরেছেন।'

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নাসিদুল হক বলেন, 'ভারত থেকে পণ্য প্রবেশ না করায় বাণিজ্য সচল করা সম্ভব হচ্ছে না। তবে বেনাপোল কাস্টমস হাউজ খোলা আছে এবং বন্দর পণ্যাগার থেকে আগের আমদানিকৃত পণ্য কেউ খালাস নিতে চাইলে তা দেওয়া হচ্ছে।'

জানা যায়, প্রতিবছর এই বন্দর দিয়ে প্রায় ৬০ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়ে থাকে; যা থেকে সরকারের প্রতি বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়। আমদানি পণ্যের মধ্যে গার্মেন্টস সামগ্রী, তৈরি পোশাক, শিল্পকারখানা ও ওষুধ শিল্পের কাঁচামাল, কেমিক্যাল এবং খাদ্যদ্রব্য রয়েছে। রফতানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য উল্লেখযোগ্য।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে