X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

গ্রাম পুলিশের বাড়িতে ১০৬৫ কেজি সরকারি চাল!

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ মে ২০২০, ০৬:০২আপডেট : ২৫ মে ২০২০, ০৬:০৯




গ্রাম পুলিশ সদস্যের বাড়ি থেকে ১০৬৫ কেজি চাল উদ্ধার কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এক গ্রাম পুলিশের বাড়ি থেকে সরকারি ত্রাণের জন্য বরাদ্দ এক হাজার ৬৫ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৪ মে) রাতে উপজেলা প্রশাসন ও উলিপুর থানা পুলিশ চাল জব্দ করে থানায় নেয়। উলিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান এবং উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে বজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে চাঁদনি বজরা গ্রামের গ্রাম পুলিশ সদস্য বিপুল মিয়ার বাড়ি থেকে এক হাজার ৬৫ কেজি চাল উদ্ধার করা হয়। অভিযানের খবর টের পেয়ে গ্রাম পুলিশ সদস্য বিপুল মিয়া পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ জনগণের জন্য বরাদ্দ ত্রাণের চাল বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগসাজসে লুট করা হয়েছে।

তবে বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আমিন অভিযোগ নাকচ করে বলেন, ‘ভিজিডি সুবিধাভোগীদের অনেকে সরকারি চাল নিয়ে তা বিক্রি করেন। ওই গ্রাম পুলিশ ইউনিয়নের অনেকের কাছ থেকে চাল কিনে নেন বলে জানি। সম্ভবত সেই চাল তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এখানে আমার কোনও সম্পৃক্ততা নেই।’

ইউনিয়ন পরিষদের চাল বিতরণে কোনও অনিয়ম নেই বলে দাবি করেন চেয়ারম্যান।

অভিযানে থাকা ট্যাগ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি ত্রাণ সহায়তার জন্য বরাদ্দ ১২টন জিআরের চাল হতে এক হাজার ৬৫ কেজি চাল গ্রাম পুলিশ বিপুল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। চাল আত্মসাতের সঙ্গে কারা কারা জড়িত তা তদন্তে বেরিয়ে আসবে।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ইউএনও আব্দুল কাদের বলেন, ‘ এ বিষয়ে সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় যেই জড়িত থাক তদন্তে তা বেরিয়ে আসবে।’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল