X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় চাল আত্মসাতে জড়িত আ.লীগ নেতাকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৯:৫৮আপডেট : ৩১ মে ২০২০, ২০:০০

বগুড়া বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪১ বস্তা চাল আত্মসাতের মামলায় পলাতক ডিলার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিএম সানাউল্লাহ ঝিলুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে সংগঠন থেকে বহিষ্কার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু রবিবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে জানান, সরকারের চাল আত্মসাতের মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া তাকে সংগঠন থেকে বহিষ্কার করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিএম সানাউল্লাহ ঝিলু কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। তিনি ১০ টাকা কেজি দরের ৫০ কেজি ওজনের ৪১ বস্তা চাল দরিদ্রদের মাঝে বিতরণ না করে তার চালকলে রাখেন। ঈদের আগের দিন কালোবাজারে বিক্রির জন্য কাজিপাড়া এলাকার চালকল থেকে সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় জনগণ টের পেয়ে এগিয়ে এলে চালগুলো ফেলে লোকজন সটকে পড়ে। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ৪১ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঘটনাস্থলে ডিলার টিএম সানাউল্লাহ ঝিলু ছিলেন না। চালগুলো সরকারের কোন কর্মসূচির তা যাচাই-বাছাই করতে খাদ্য বিভাগে বলা হয়েছে। এ ঘটনায় এসআই গাউসুল আজিম ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা