X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রথমবারের মতো কুড়িগ্রামে করোনায় মৃত্যু

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৪ জুন ২০২০, ২২:৩০আপডেট : ২৫ জুন ২০২০, ০০:১৯

খা‌লিদ হা‌বিব মুকুল

প্রথমবারের মতো গ্রিন জোনে থাকা কুড়িগ্রামে কোভিড-১৯ আক্রান্ত হ‌য়ে এক ব‌্যক্তির মৃত‌্যু হ‌য়ে‌ছে। তার নাম খা‌লিদ হা‌বিব মুকুল (৫০)। ঘরেই থাকতেন মুকুল। বাজার সদাইসহ টুকিটাকি কাজে মাঝেমধ্যে বাইরে বের হতেন। তাতেই সংক্রমিত হয়ে ১৭ জুন রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন তি‌নি। সেখানেই আজ বুধবার (২৪ জুন) সন্ধ‌্যায় তার মৃত্যু হয়।

তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া গ্রামে।

চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

খা‌লিদ হাবিব মুকুল উপ‌জেলার রাণীগঞ্জ ইউনিয়নে বেসরকা‌রি সংস্থা ছিন্নমুকুল বাংলা‌দে‌শের মাইক্রোক্রেডিট সুপারভাইজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

জেলায় ক‌রোনা আক্রান্ত হ‌য়ে এটিই প্রথম মৃত‌্যু বলে জানিয়েছে চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য বিভাগ।

চিলমারী স্বাস্থ‌্য বিভাগ জানায়, জ্বর ও স‌র্দি-কা‌শি নি‌য়ে খা‌লিদ হা‌বিব মুকুল গত ১৬ জুন নমুনা দেন। একইসঙ্গে তার প‌রিবা‌রের আরও তিন সদ‌স্যের নমুনা নেওয়া হয়। ১৭ জুন তার অবস্থার অবন‌তি হ‌লে তি‌নি রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউনিটে ভ‌র্তি হন। ১৯ জুন তার নমুনা টে‌স্টের ফল প‌জি‌টিভ আসে। তখন থে‌কে তি‌নি রংপু‌রেই চি‌কিৎসাধীন ছি‌লেন। বুধবার সন্ধ‌্যায় তার মৃত‌্যুর খবর আসে।

চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, ‘তার পরিবার সূত্রে জানতে পেরেছি ক‌রোনা প্রাদুর্ভা‌বে খা‌লিদ হা‌বিব মুকুল সবসময় বা‌ড়ি‌তে অবস্থান কর‌তেন। এরপরও তি‌নি ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মারা গে‌লেন।’

তি‌নি কমিউনিটি সংক্রম‌ণের শিকার হ‌য়ে‌ছেন জা‌নি‌য়ে ডা. আমিনুল ইসলাম ব‌লেন, ‘পা‌রিবা‌রিক প্রয়োজ‌নে বাজার কিংবা দোকা‌নে যাতায়াতকা‌লে তি‌নি কমিউনিটি সংক্রম‌ণের শিকার হ‌য়ে থাক‌তে পা‌রেন। তবে তার প‌রিবা‌রের অপর তিন সদ‌স‌্য ক‌রোনা নে‌গে‌টিভ। এরপরও তার প‌রিবার কিংবা আশপাশের কারও উপসর্গ দেখা দি‌লে তা‌দের নমুনা সংগ্রহ করা হ‌বে।'

সি‌ভিল সার্জন ডা. হা‌বিবুর রহমান জানান, জেলায় ক‌রোনা আক্রান্ত হ‌য়ে এটিই প্রথম মৃত‌্যু। এর আগে গত ১০ জুন জেলা পু‌লি‌শের এক প‌রিদর্শক ক‌রোনা আক্রান্ত হ‌য়ে বগুড়ায় তার নিজ বা‌ড়ি‌তে মারা গে‌লেও তা কু‌ড়িগ্রা‌মে ক‌রোনায় মৃত‌দের তা‌লিকাভুক্ত না হ‌য়ে বগুড়ায় তা‌লিকাভুক্ত হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত ১২৫ জন ক‌রোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে‌ছেন। এরম‌ধ্যে ৭০ জন ক‌রোনামুক্ত হ‌য়ে সুস্থ‌ হ‌য়ে‌ছেন ব‌লে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ মে, ২০২৫)
পতেঙ্গা সৈকতে ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ
পতেঙ্গা সৈকতে ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ৪ জন আহত
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ৪ জন আহত
বাড্ডায় গ্যাস বিস্ফোরণ: মা-বাবা-বোনের পর মারা গেলো শিশু মিথিলাও
বাড্ডায় গ্যাস বিস্ফোরণ: মা-বাবা-বোনের পর মারা গেলো শিশু মিথিলাও
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে ছুরিকাঘাত
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
গুজবে কান না দেওয়ার অনুরোধ সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
যুক্তরাষ্ট্র থেকে এসে বিমানবন্দরে নামা মাত্রই আ.লীগ নেতা গ্রেফতার, দাবি স্ত্রীর
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী