করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে কুমিল্লায় দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। এরমধ্যে করোনা পজিটিভ একজন এবং উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়। কুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন এবং করোনা ইউনিটের আইসিইউতে চার জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার বরুড়া উপজেলার শাহ আলম (৬০)। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন, চাঁদপুর জেলা শাহারাস্তি উপজেলার স্ত্রী নাজমা রহমান (৫০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল করিম (৭৫), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার জামাল উদ্দিন (৫৩), গোপালগঞ্জ জেলার লুৎফর নেছা (৬২), কুমিল্লা সদর উপজেলার আবদুল কাদের (৬০)। এছাড়া বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এ পর্যন্ত কুমেক হাসপাতালের মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১০ জন। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৬ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬২ জন ও করোনা উপসর্গ ৫৪ জন।
জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭৮ জন, সুস্থ হয়েছেন এক হাজার ৬১৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন।