X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রাজশাহীর সড়কে ঝরে গেলো ৩ প্রাণ

রাজশাহী প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ২৩:০০আপডেট : ১০ জুলাই ২০২০, ২৩:১৪




রাজশাহীর সড়কে ঝরে গেলো ৩ প্রাণ
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন মোট ছয় জন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও চার জন যাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে নগরীর আলিফ লাম মীম ভাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওদাপাড়া থেকে অটোরিকশা ও বাস শহরের দিকে যাচ্ছিলো। বাসটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। তাৎক্ষণিক দুই জন মারা যান। এদের মধ্যে একজন নারী রয়েছেন। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চার জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহীর সড়কে ঝরে গেলো ৩ প্রাণ অন্যদিকে রাজশাহীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (২২) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার আলীমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার আবদুল বারীর ছেলে। দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। এরা হলেন, মঈন (২৫) এবং নাজিম (২৮)। তাদের বাড়িও একই এলাকায়।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে ইটবোঝাই ওই ট্রলিটি রাজশাহী অভিমুখে যাচ্ছিলো। অন্যদিকে রাজশাহী ছেড়ে যাচ্ছিলো চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস। পথে আলীমগঞ্জ এলাকায় ওই বাসের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলিচালক কাওসার আলী মারা যায়। পরে স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি এখন পুলিশের হেফাজতে রয়েছে।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’