X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীর সড়কে ঝরে গেলো ৩ প্রাণ

রাজশাহী প্রতিনিধি
১০ জুলাই ২০২০, ২৩:০০আপডেট : ১০ জুলাই ২০২০, ২৩:১৪




রাজশাহীর সড়কে ঝরে গেলো ৩ প্রাণ
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন মোট ছয় জন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজশাহীতে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও চার জন যাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে নগরীর আলিফ লাম মীম ভাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

রাজশাহী নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার জানান, রাজশাহী-নওগাঁ মহাসড়কে নওদাপাড়া থেকে অটোরিকশা ও বাস শহরের দিকে যাচ্ছিলো। বাসটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। তাৎক্ষণিক দুই জন মারা যান। এদের মধ্যে একজন নারী রয়েছেন। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চার জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহীর সড়কে ঝরে গেলো ৩ প্রাণ অন্যদিকে রাজশাহীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (২২) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার আলীমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার আবদুল বারীর ছেলে। দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। এরা হলেন, মঈন (২৫) এবং নাজিম (২৮)। তাদের বাড়িও একই এলাকায়।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালে ইটবোঝাই ওই ট্রলিটি রাজশাহী অভিমুখে যাচ্ছিলো। অন্যদিকে রাজশাহী ছেড়ে যাচ্ছিলো চাঁপাইনবাবগঞ্জগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস। পথে আলীমগঞ্জ এলাকায় ওই বাসের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলিচালক কাওসার আলী মারা যায়। পরে স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে রামেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি এখন পুলিশের হেফাজতে রয়েছে।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী