X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ভিজিএফের ১৬২ বস্তা চাল এবং কাবিখার ৩৮২ বস্তা গম উদ্ধার

শেরপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ২২:৪৭আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৪৮

ভিজিএফের ১৬২ বস্তা চাল এবং কাবিখার ৩৮২ বস্তা গম উদ্ধার শেরপুরের নালিতাবাড়ীতে ভিজিএফের ১৬২ বস্তা চালসহ সাইদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর। বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে শহরের কাচারিপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়, পরে তাকে পুলিশে দেওয়া হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এএসপি এ.এম সবুজ রানার নেতৃত্বে পৌর শহরের উত্তর বাজারের কাচারীপাড়া মহল্লার একটি ব্যক্তিগত গুদামঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই গুদাম থেকে বিক্রির জন্য সংরক্ষিত ভিজিএফের ১৬২ বস্তা চাল উদ্ধার করা হয়। এই সময় ভিজিএফের চাল রাখার অপরাধে ব্যবসায়ী সাইদুল ইসলামকে হাতেনাতে আটক করে র‌্যাব। পরে আটক সাইদুলের কথামতো অপর একটি গুদামে কাবিখার ৩৮২ বস্তা গম জব্দ করা হয়।

র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার এএম সবুজ রানা জানান, এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে নালিতাবাড়ী থানায় সাইদুল ইসলাম, হাদিউল ইসলাম ও ইউনুস আলীকে আসামি করে মামলা করে। এদিকে গুদাম থেকে কাবিখার ৩৮২ বস্তা গম জব্দ করে উপজেলা প্রশাসন। এই সময় উপজেলা প্রশাসনের মাধ্যমে গমের গুদামটি সিলগালা করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) জোবায়েদ হোসেন জানান, শুক্রবার (২৪ জুলাই) আটককৃত সাইদুল ইসলামকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। বাকি দুই আসামিকে আটকের চেষ্টা চলছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, জব্দকৃত কাবিখার গমের বিষয়ে আগামী রবিবার (২৬ জুলাই) উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া যৌথ অভিযানে উদ্ধারকৃত চালের বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে। এই বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা