X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

বড় গরু নিয়ে চিন্তিত বগুড়ার খামারিরা

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ২৩:২৯আপডেট : ২৯ জুলাই ২০২০, ০১:৫১

বগুড়া সদরের বামনপাড়ার হারুন অর রশিদের খামারে তৈরি করা হয় ১৫টি গরু ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়া জেলার পশুর হাটগুলোতে বেচা-কেনা জমতে শুরু করেছে। এ বছর কোরবানির জন্য সোয়া তিন লাখের মতো পশু প্রয়োজন হলেও প্রায় ৪১ হাজার খামারে পৌনে চার লাখ দেশি ও শংকর জাতের পশু প্রস্তুত রয়েছে। উদ্ধৃত্ত থাকবে অর্ধ লাখের বেশি পশু। বন্যা ও করোনা প্রাদুর্ভাবের কারণে উদ্ধৃত্ত পশু নিয়ে চিন্তিত খামারিরা। তবে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের প্রত্যাশা ঈদের আগেই সব পশু বিক্রি হয়ে যাবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ঈদকে সামনে রেখে জেলার ১২ উপজেলায় ৪০ হাজার ৮০৯ জন খামারি তিন লাখ ৭৬ হাজার ৫৭৭টি পশু কোরবানির উপযোগি করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৪০ হাজার ৫০৩টি, শিবগঞ্জে ৪১ হাজার ৪৩টি, সারিয়াকান্দিতে ৩৪ হাজার ৫৫৭টি, শেরপুরে ৩৯ হাজার ৯৫০টি, ধুনটে ৩২ হাজার ৫৮৮টি, গাবতলীতে ৩১ হাজার ৪৪৫টি, দুপচাঁচিয়ায় ৩০ হাজার ১৬৪টি, কাহালুতে ২৬ হাজার ৫৭৮টি, শাজাহানপুরে ২৫ হাজার ৯১৮টি, আদমদীঘিতে ২৫ হাজার ৮১২টি, সোনাতলায় ২৫ হাজার ৭৪৭টি এবং নন্দীগ্রামে ২২ হাজার ২৭২টি। এসব পশুর মধ্যে গরু (ষাঁড়, বলদ ও গাভী) দুই লাখ ৫০ হাজার ৮৫২টি, মহিষ দুই হাজার ৮১৩টি, ছাগল এক লাখ তিন হাজার ২৫২টি এবং ভেড়া ১৯ হাজার ৬৬০টি।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে প্রায় ৩৮টি স্থায়ী হাট রয়েছে। তবে ঈদকে সামনে রেখে অন্তত ৮৫টি হাটে গবাদিপশু তোলা হচ্ছে। এরমধ্যে বগুড়ার মহাস্থান হাট, দুপচাঁচিয়ার ধাপের হাট, সদরের ঘোড়াধাপ হাট, চাঁদমুহা হাট, বনানী হাট, সুলতানগঞ্জ হাট, সাবগ্রাম হাট, নামুজা হাট, পেরীর হাট, শেরপুর হাট অন্যতম।

বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়ার খামারি হারুন অর রশিদ জানান, এ বছর তিনি দেশি, সিন্ধি ও ফ্রিজিয়ানা জাতের ১৮টি গরু তৈরি করেছেন। গত কয়েক বছর ধরে স্ত্রী রেশমা বেগম ও পরিবারের সদস্যদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে দেশি প্রযুক্তিতে গরুগুলো মোটাতাজা করছেন। গো-খাদ্যের দাম চড়া হলেও গরু তৈরিতে কার্পণ্য করেননি। তবে বাজারে পশুর দাম নিম্মমুখী হওয়ায় প্রায় ৩৫ লাখ টাকার মূল্যের গরুগুলো নিয়ে চিন্তিত তিনি। মঙ্গলবার (২৮ জুলাই) পর্যন্ত তিনটি বিক্রি করলেও তাতে অন্তত লাখ টাকার লোকসান হয়েছে বলে জানান।

সদরের খামারি আনোয়ারুল ইসলাম জানান, দেশি ঘাস, খড়, খৈল, খুদগুড়া খাইয়ে সৌখিনভাবে আটটি গরু পালন করেছেন। কোরবানিদাতারা তার গরুগুলো পছন্দ করবেন প্রত্যাশা করলেও কাঙ্খিত মূল্য নিয়ে চিন্তিত তিনি।

শিবগঞ্জ উপজেলার খামারি শাহীন মিয়া জানান, গত কয়েক বছরে ভারতীয় গরু সরবরাহ কমের কারণে জেলায় দেশি গরুর চাহিদা বেড়ে যায়। গেলো বারের চাহিদা মাথায় রেখেও অনেকে গরু পালন করেছেন। কিন্তু করোনার কারণে সঠিক দাম পাওয়া নিয়ে চিন্তিত তার মতো অনেক খামারি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. রফিকুল ইসলাম তালুকদার জানান, তারা সচেতন থাকায় খামারিরা গবাদি পশু মোটাতাজাকরণে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারেনি। গতবার এ জেলায় তিন লাখ ২৭ হাজার পশু কোরবানি দেওয়া হয়। সেই হিসাবকে মাথায় নিয়েই এবারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। রোগবালাই না থাকায় খামারে চাহিদার অতিরিক্ত ৫০ হাজার পশু রয়েছে। করোনা ও বন্যার কারণে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় ৪-৫ মণ ওজনের গরুগুলো বিক্রি নিয়ে চিন্তিত খামারিরা। তিনি বলেন, চাহিদার তুলনায় গবাদি পশু বেশি থাকলেও কিছু পশু অন্য জেলায় যাবে, তাই অবশিষ্ট থাকার সম্ভবনা কম।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 
ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
বিদায় বেলায় আপ্লুত ক্লপ বলেছেন, ‘আজ রাতে আমিও কাঁদবো’ 
বিদায় বেলায় আপ্লুত ক্লপ বলেছেন, ‘আজ রাতে আমিও কাঁদবো’ 
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু