X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিলেট সিটির অন্তর্ভুক্ত হলো শাবি

শাবি প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ২০:২৪আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:৩০



সিলেট সিটির অন্তর্ভুক্ত হলো শাবি সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন থেকে এবার সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)। সোমবার (১০ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়টি সিলেট সিটির অন্তর্ভুক্তির জন্য কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা সিটি করপোরেশনের সহযোগিতা পাবো। সিটি করপোরেশন তার আওতাভুক্ত এলাকায় যে সব সুযোগ-সুবিধা দেয় তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। অর্থাৎ শহর কেন্দ্রিক নির্মাণ কাজ, বাজেট বরাদ্দ, উন্নয়ন প্রকল্পে সহযোগিতাসহ যে সব সুযোগ-সুবিধা ও বরাদ্দ পাওয়ার কথা, তা আমরা পেতাম না। এখন থেকে আমরা সে সব সুবিধা পাবো। আমাদের প্রত্যাশা ছিল আমাদের বিশ্ববিদ্যালয় সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলে অবকাঠামোগত ‍উন্নয়নসহ সার্বিক দিক দিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারবো। আশা করি, আমাদের সেই প্রত্যাশা পূরণ হবে।’

বিশ্ববিদ্যালয় এলাকা সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বলেন, সিলেট জেলা প্রশাসকের অফিস থেকে গণবিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অংশটুকু সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির যে বিষয়টি এসেছে তাতে আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় লাভবান হবে। সিটি করপোরেশনের সব সুযোগ-সুবিধাসহ উন্নয়ন কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা আমরা পাবো।

এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকা সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, রবিবার (৯ আগস্ট) সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সদর উপজেলার টুকেরবাজার ‍ইউনিয়নের কুমারগাঁও-৮০, মইয়ারচর-৮১, খুরুমখলা শাহপুর-৮২, আখালিয়া-৮৮ মৌজা, খাদিমনগর ইউনিয়নের কুমারগাঁও-৮০ মৌজা, খাদিমপাড়া ইউনিয়নের সাদিপুর প্রথম খণ্ড-৯৩, টিলাগড় -৯৫, দেবপুর-৯৬, কসবা কুইটুক-১০০, সুলতানপুর-১০১, পেশনেওয়াজ-১০২ মৌজা এবং টুলাটিকর ইউনিয়নের সাদিপুর প্রতম খণ্ড-৯৩, টিলাগড় -৯৫, দেবপুর-৯৬ মৌজা সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ সুরমা উপজেলার কুচাই, বরইকান্দি ও তেতলি ইউনিয়নের কয়েকটি মৌজাও সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া