X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কথিত হত্যা ও লাশ গুমের ৯ বছর পর জীবিত উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ১৬:৪০আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৭:৪৮

পুলিশের হাতে আটক `কথিত নিহত ও লাশ গুম হওয়া' রিক্তাকথিত হত্যা ও লাশ গুমের ৯ বছর পর অবশেষে গাইবান্ধা সদরের রৌশন আরা বেগম রিক্তা নামে এক গৃহবধূকে জীবিত অবস্থায় রংপুর থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ বলছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানি করার জন্য ‘রিক্তাকে নির্যাতনের পর হত্যা ও লাশ গুম’-এর মামলা করে বড় বোন মুক্তা বেগম। উদ্ধার হওয়া গৃহবধূ বলছেন, স্বামীর অত্যাচার-নির্যাতনের কারণে গত ৯ বছর পালিয়ে ছিলেন। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। তিনি জানান, সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে বিয়ে হয় একই এলাকার রৌশন আরা বেগম রিক্তার। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য রিক্তার ওপর অত্যাচার করতে থাকে শ্বশুর বাড়ির লোকজন। এ অবস্থায় ২০১১ সালের ২২ জুলাই নিখোঁজ হয় রিক্তা। এ ঘটনায় রিক্তার স্বামী ও তার সহযোগীরা রিক্তাকে হত্যা করে লাশ গুম করেছে বলে গাইবান্ধা সদর থানায় মামলা করেন রিক্তার বড় বোন মোছা মুক্তা বেগম। মামলায় আসামি করা হয় রিক্তার স্বামী রফিকুল ইসলামসহ চার জনকে।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, রিক্তার স্বামী যৌতুকের জন্য রিক্তাকে নির্যাতন করতো। নির্যাতনের এক পর্যায়ে তাকে হত্যা করে লাশ গুম করেছে রিক্তার স্বামী রফিকুল ইসলাম। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন কারাবরণ করতে হয় রিক্তার স্বামীসহ অন্য আসামিদের। রিক্তার স্বামী কিছুদিন আগে গাইবান্ধা সদর থানায় এসে জানায় মিথ্যা অভিযোগে তাদের হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে রিক্তা রংপুরের কোনও এক স্থানে আত্মগোপন করে আছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ রিক্তার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে শুক্রবার ভোর রাতে রংপুরের শালবন এলাকা থেকে কথিত মৃত রিক্তাকে উদ্ধার করে।

ওসি আরও জানান, উদ্ধারের পর গৃহবধূ রিক্তা পুলিশের কাছে ঘটনার বিস্তারিত বলেছে। রিক্তা জানায়, স্বামী রফিকুলের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে এতদিন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। তবে কোনও খোঁজখবর বা পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না বলেও জানায় রিক্তা।

বর্তমানে সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে রিক্তা। শনিবার (১৫ আগস্ট) সকালে তাকে আদালতে হাজির করার কথা।

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’