X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
যশোরে ৩ কিশোরকে নির্যাতন করে হত্যা

‌‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তৎপর হলে ঘটনা এতদূর গড়াতো না’ (ভিডিও)

যশোর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২০, ১৭:১০আপডেট : ১৬ আগস্ট ২০২০, ২৩:০১

সমাজসেবা অধিদফতরের তদন্ত কমিটির প্রধান ও অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) সৈয়দ মো. নুরুল বাসির

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে সমাজসেবা অধিদফতরের দুই সদস্যের তদন্ত কমিটি।
আজ রবিবার (১৬ আগস্ট) সকালে তারা আহত শিশু, কেন্দ্রের কর্মচারী ও নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তদন্ত কমিটি মনে করছেন, কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা চাইলে ঠেকানো যেতো এই নির্যাতনের ঘটনাটি।
সমাজসেবা অধিদফতরের তদন্ত কমিটির প্রধান ও অধিদফতরের পরিচালক (প্রতিষ্ঠান) সৈয়দ মো. নুরুল বাসির সাংবাদিকদের জানান, তিনি এবং কমিটির অপর সদস্য উপ পরিচালক (প্রতিষ্ঠান-২) এসএম মাহমুদুল্লাহ তদন্ত কাজ শুরু করেছেন। তারা মর্মান্তিক এ ঘটনার প্রত্যক্ষদর্শী, নির্যাতনের শিকার ও কেন্দ্রে কর্মরত ও নিরাপত্তায় নিয়োজিতদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দায়, অবহেলা আছে কিনা, কী কারণে এমন ঘটনা ঘটলো এবং পুনরাবৃত্তিরোধে কী কী করা দরকার সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, অভিযোগ এসেছে যে, ১-২ ঘণ্টা ধরে এই নির্যাতনের ঘটনা চলেছে। শুরুতেই যদি প্রতিরোধ করা যেতো, থামানো যেতো- তাহলে তো ভাল হতো। সেখানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর যে কয়জন ছিলেন- তারা আর একটু তৎপর হলে ঘটনা এতোদূর গড়াতো না। কর্তৃপক্ষ ওখানে যারা কর্মরত আছে, তাদের তো দোষ আছেই।
কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা চাইলে, একটু মানবিক বা তৎপর হলে বর্বরোচিত নির্যাতন কাণ্ড ঠেকানো যেতো।
তদন্ত কমিটির প্রধান বলেন, তদন্তে অনিয়ম, খাবারের বিষয় ও ভবন সংস্কার বিষয়ে অনিয়মের খোঁজখবরও নেওয়া হবে।
এদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গঠিত তিন সদস্যের কমিটিও তদন্ত চালাচ্ছেন বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব অসিত কুমার সাহা।
প্রসঙ্গত, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ২৮০ বন্দির নিরাপত্তায় ১৫ আনসার সদস্যের সঙ্গে ৮ পুলিশ সদস্য নিযুক্ত ছিল।
গত ১৩ আগস্ট কেন্দ্র অভ্যন্তরে কর্মকর্তাদের সহায়তায় মারপিটের কারণে তিন কিশোর নিহত এবং কম বেশি ১৫ জন আহত হয়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ