X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

মাছ ব্যবসায়ী হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ আগস্ট ২০২০, ১৯:১০আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৯:১০

আদালত চট্টগ্রামের ফৌজদারহাটে মাছ ব্যবসায়ীকে হত্যার পর বাড়ির আঙিনায় পুঁতে রাখার ঘটনায় গ্রেফতার রোমান মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রবিবার (১৬ আগস্ট) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদের আদালতে জবানবন্দি দেয় সে। শনিবার (১৬ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) গভীর রাতে ছুরিকাঘাতে ওই মাছ বিক্রেতাকে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। এরপর শনিবার (১৫ আগস্ট) রাতে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ইউনিয়নের কেশবপুর এলাকার ওই বাড়ির সামনে মুরগির ঘরে মাটি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. নুরুদ্দিনের (৩৭) বাড়ি নোয়াখালী উপজেলায়। তিনি পরিবার নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। পাশাপাশি সীতাকুণ্ডে মাছের ব্যবসা করতেন। গ্রেফতার রোমান মিয়াও (২৬) তাদের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। পেশায় অটোরিকশাচালক রোমানের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকায়।

সুমন বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নুরুদ্দিনকে না পেয়ে তার বাসার মালিক বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে জানায়। স্থানীয়রা ঘটনার জন্য রোমানকে সন্দেহ করে আটক করে। পরে সে ছুরিকাঘাতে খুন করে নুরুদ্দিনের মৃতদেহ বাড়ির সামনে মুরগির ঘরে মাটিচাপা দেওয়ার বিষয়টি স্বীকার করে। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।’

তিনি আরও বলেন, ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রোমান আদালত জানিয়েছে, দীর্ঘদিন ধরে সঙ্গে নুরুদ্দিনের পরিবারের সঙ্গে বসবাস করে আসছে। টাকার বিনিময়ে সে তাদের বাসায় খেতো, থাকতো। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর সে নুরুদ্দিনকে টাকা দিতে পারছিল না। এজন্য নুরুদ্দিন তার সঙ্গে প্রায়ই ঝগড়া করতো। তাকে খাবার দেয় কেন, এজন্য নুরুদ্দিন বউকে মারধর করতো। ঘটনার দিন বৃহস্পতিবারও নুরুদ্দিন বউকে মারধর করে, তার সঙ্গে ঝগড়া করে। এ কারণে ওইদিন রোমান তাকে কোরবানি ঈদে কেনা চুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে মরদেহ মুরগির ঘরে মাটিতে পুঁতে রাখে।’

এ ঘটনায় নুরুদ্দিনের স্ত্রীও জড়িত বলে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘নুরুদ্দিনের স্ত্রী বিষয়টি গোপন করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোমানের সঙ্গে নুরুদ্দিনের স্ত্রীর অনৈতিক কোনও সম্পর্ক ছিল কিনা সেটি আমরা খতিয়ে দেখছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে
পানিতে বিষাক্ত রাসায়নিক ‘পিফাস’ বেড়েছে, জনস্বাস্থ্য ঝুঁকিতে
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন