X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

হাতিয়ায় দুটি কার্গো জাহাজডুবি, ২৭ জন নাবিককে জীবিত উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ০২:১৩আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০২:১৮

ট্রলার ডুবি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা-বঙ্গোপসাগর চ্যানেলে প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে শনিবার সকালে দুইটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুটি জাহাজের ২৭ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে মেঘনা নদীতে মাছ ধরা জেলেরা ও ডুবে যাওয়া জাহাজের পাশ দিয়ে যাওয়া অন্য একটি লাইটার জাহাজ। এতে একটি জাহাজের প্রায় ১ হাজার ৮শ মেট্রিক টন গম ও অন্য জাহাজের ২ হাজার মেট্রিক টন চিনি তৈরির কাঁচামাল তলিয়ে গেছে।

জাহাজ দুইটি হচ্ছে এমভি আক্তার বানু-১ ও এমভি সিটি-১৪। উদ্ধারকৃত নাবিকদের মধ্যে এমভি আক্তার বানু-১ এর ১৪ জন নাবিককে রবিবার বিকালে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এমভি সিটি-১৪ জাহাজের ১৩ নাবিককে পাশ দিয়ে যাওয়ার সময় রূপসী-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে যাওয়া এমভি সিটি-১৪ জাহাজের ১৩ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম নিয়ে যায়। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডুবে যাওয়া জাহাজ এমভি আক্তার বানু-১ থেকে উদ্ধার হওয়া ক্যাপ্টেন জিয়াউল করিম এর উদ্ধৃতি দিয়ে জানান, আবুল খায়ের গ্রুপের ১ হাজার ৮শ’ মেট্রিক টন গম বোঝাই করে ১৪ জন নাবিক নিয়ে শুক্রবার দিবাগত রাত ১টায় চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শনিবার সকাল ১০ টায় জাহাজটি হাতিয়া উপজেলার ভাসানচর ও ঠেঙ্গারচর এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছলে, জাহাজটির দুটি ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। অপর ইঞ্জিনটি সচল থাকলেও প্রবল স্রোতে ও ঢেউয়ের তোড়ে চালক জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গভীর পানিতে তলিয়ে যায়। এসময় জাহাজের নাবিকরা রিং, বয়া, গ্যাপলাইট ও লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় পানিতে ভাসতে থাকে। মাছ ধরতে যাওয়া জেলেরা তাদেরকে উদ্ধার করে উপজেলার বুড়ির চর ইউনিয়নের সূর্যমুখী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়। খবর পেয়ে পুলিশ উদ্ধার হওয়া নাবিকদের বিকাল ৪ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. মাহাদি হাসান মঞ্জু জানান, জাহাজ ডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৪ নাবিককে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের কেউ কেউ দীর্ঘ সময় পানিতে থাকায় জ্বর, সর্দি, কাশি ও ঠাণ্ডাজনিত সমস্যায় পড়েছেন।

এর আগে, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা চিনি তৈরির কাঁচামাল বোঝাই এমভি সিটি-১৪ নামের আরও একটি জাহাজ ১৩ জন নাবিক নিয়ে শনিবার সকালে হাতিয়া উপজেলার ভাসানচর এলাকায় উত্তাল মেঘনায় ডুবে যায়। এসময় পাশ দিয়ে যাওয়ার সময় রূপসী-১ একটি লাইটার জাহাজ ডুবে যাওয়া এমভি সিটি-১৪ জাহাজের ১৩ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম নিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের মালবাহী দুইটি জাহাজডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তাল নদীতে অতিরিক্ত মাল বোঝাই করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে জাহাজডুবির ঘটনা ঘটছে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া বলেন, ডুবে যাওয়া জাহাজ দুটি উদ্ধারে কোস্টগার্ডের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। তবে, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় প্রবল স্রোতে ও ঢেউয়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ